১. টিউনার আইডি :Tawfique ২. টিউনের লিংক:সংরক্ষন করিনি(ওয়েবসাইটে ভিজিটর বাড়িয়ে মাসে সর্বনিম্ন ৩০০ ডলার আয় করুন, টাকা তুলুন ’পেজা’ অথবা ’পেপল’-এ।) ৩. নিজ থেকে কিছুটা বুঝতে পারা টিউনারশীপ স্থগিতের কারণ (যদিও কেন টিউনারশীপ স্থগিত করা হয়েছে বলা হয়নি)
-এটি ছিল আমার প্রথম টিউন। আপনাদের নীতিমালার অনেক কিছুই এখনো পরিষ্কার হয়নি। মনে হচ্ছে আমার টিউনারশীপ বাতিল করা হয়েছে একটা রেফারেল লিংক দেয়ার জন্য। অনেকেই আপনাদের টেকটিউনসে রেফারেল লিংক দিচ্ছে, অথচ টিউনারশীপ মাসের পর মাস বহাল আছে। আমি যে বিষয়টি নিয়ে টিউন করেছি, সেখানে পাঠককে উপকৃত করার জন্যই তা দিয়েছি। এ বিষয়ে আপনাদের নীতিমালার সংশোধন প্রয়োজন। আমি একটি কম্পিউটার প্রতিষ্ঠানের প্রধান এবং ফ্রিল্যান্সিং-এও বর্তমানে ভালোই আয় করছি।এছাড়া বেশ কযেকটি ওয়েবসাইট পরিচালনা করছি। তাই আমি বুঝি একটা রেফারেল লিংক অনেক সময় টিউনারের উপকারের পাশাপাশি পাঠকের ভাগ্যও বদলে দিতে পারে। আমি ৫ বছর যাবৎ টেকটিউনস-এর ভক্ত, অথচ আজ আপনাদের দ্বিমুখী নীতির জন্য কষ্ট পেতে হলো। যাই হোক আপনারা যেহেতু মনে করছেন, নীতিমালা ভঙ্গ হয়েছে , তাতে আমার অনিচ্ছাকৃত দোষ স্বীকার করে নিচ্ছি। যতদিন না আপনাদের নীতিমালার যুগোপযোগী সংশোধন করা হচ্ছে, ততদিন নীতিমালা যথাযথভাবে মেনে টিউন করতে চেষ্টা করব। তবে অন্যরাও চোখের সামনে রেফারেল লিংক দিয়ে এবং কপি-পেষ্ট টিউন করেও পার পেয়ে যাবে, এটা মেনে নিতে আমার খারাপ লাগবে। আর আমার টিউনটি আমার লেখা নিজস্ব টিউন ছিল। ভবিষ্যতে নীতিমালার দিকে খেয়াল রাখব এই বিবেচনায় আমার টিউনারশীপ-টি ফেরত দিলে বেশ উপকৃত হবো। ধন্যবাদ টেকটিউনস এডমিনকে।
Customer support service by UserEcho