নতুন করে গেমস জোন শুরুর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি
হ্যালো!
আমি টিজে গেমওয়ালা। টেকটিউনসে গেমস নিয়ে চেইন টিউন “গেমস জোন” নিয়ে ছিলাম গত দেড়টি বছর। তবে আমি এটি কিছুদিন আগে বন্ধ করে দেই, কারণ হিসেবে আমি মনে করি যে, এত কোয়ালিটি সম্পন্ন টিউন কয়েকটি ব্লগে টিউন করে আমার ভালো লাগছে না, আর যত বেশি ব্লগে আমার গেমিং পোষ্ট গুলো যাচ্ছে ততো বেশি আমার টিউন কপি পেষ্ট হচ্ছে সর্বত্র।
তবে যেহেতু আমি গেমওয়ালা। তাই গেমস টিউন বিহীন আমি থাকতে পারবো না। তবে আমার প্রবল ইচ্ছে যে আমি শুধুমাত্র টেকটিউনসে গেমিং টিউন করে যাবো। তাও আগের থেকে অনেক উন্নত এবং মানসম্পন্ন টিউন।
তবে এখানে আমার একটি আশা কিংবা ইচ্ছে রয়েছে। গেমস জোন কে যদি টেকটিউনসের সাথে যোগ করে নেন আপনারা তাহলেই আমি আবারো গেমস জোন টিউন শুরু করতে পারি। আমি বলতে চাচ্ছি যে, টেকটিউনসের পক্ষ থেকে টেকটিউনসের ব্যানারে আমায় একটি ওয়েবসাইট খুলে দেওয়া হউক; সেখানে শুধু মাত্র বাংলা গেমিং জগত নিয়ে আয়োজন থাকবে (যেমন গেমস ফোরাম, চ্যাট, শুধু আমার নয় যারা যারা ভালো রিভিউ লিখতে পারে তাদের লেখাও থাকবে। ) বলতে গেলে ign.com সাইটের বাংলা সংস্করণ আমি বানাতে চাচ্ছি। আমি আশা রাখি যে সেই ওয়েবসাইটটি বিশ্বের ১নং বাংলা গেমিং ওয়েবসাইট হবে। যেহেতু গেমস জোন কে টেকটিউনসের সাথে যোগ করতে আমি আগ্রহী তাই গেমিং ওয়েবসাইটি games.techtunes.com.bd এই ডোমেইনে করলে ভালো হয়।
আমি নিজে থেকে কেন ওয়েবসাইট খুলছি না?
কারণ, আপনার বিশ্বাস করবেন না যে আমি যে ব্লগার তা আমার ফ্যামিলি জানে না, আর জানতে পারলে আমার আর ব্লগিং করা সম্ভব হবে না। তাই একটি উন্নত মানে ওয়েবসাইট চালানো সার্মথ্য আমার নেই,
সর্বশেষে বলতে চাই, টেকটিউনস যদি আমায় উপরের সার্পোট গুলো দেয় তাহলে আমি নতুন করে “গেমস জোন প্রিমিয়াম” চেইন টিউন শুরু করতে পারি এবং আমার উন্নত মানে গেমিং টিউনগুলো শুধুমাত্র টেকটিউনসেরই প্রকাশ করা হবে, অন্য কোথাও নয়।
কর্তৃপক্ষের উত্তরের প্রতিক্ষায় . . .. . .
মোঃ ফাহাদ হোসেন,
টিজে গেমওয়ালা, টেকটিউনস
Answer
প্রিয় টিউনার,
দারুন! আপনার গেমস এর প্রতি ভালোবাসা আর গেমস এর প্রতি আপনার Passion! টেকটিউনস থেকে গেমস নিয়ে বেশ বড়সর করে বিশাল এক আয়োজন বেশ শীঘ্রই করা হবে এবং এ নিয়ে বেশ কিছু পরিকল্পনাও করা হয়েছে। আপনার উৎসাহ এবং পরিকল্পনা এর সংমিশ্রনে আরও সুগঠিত একটি প্রয়োগ হতে পারে বলে আশা করি।
গেমস নিয়ে টেকটিউনস খুব শীঘ্রই একটি বিশাল আয়োজন করতে যাচ্ছে। শুধু পিসি গেমস নয় স্মার্টফোন গেমস, পিএস গেমস, এক্সবক্স গেমস এবং গেমিং গ্যাজেট হার্ডওয়্যার, হার্ডওয্যার বায়িং গাইড ইত্যাদি নিয়ে এক সুবিশাল আয়েজন। তাই আপনি খুব শীঘ্রই এর সাথে সম্প্রিক্ত হতে পারবেন বলে আশা রাখি। আপনি আপনার ফোন নম্বর যেটি সবসময় ব্যবহার করেন সেটি এখানে রিপ্লাই করে আমাদের জানান। টেকটিউনস এই টপিকটি private এ রুপান্ত করা হলো যেন আপনার ফোন নম্বর সুরক্ষিত থাকে। টেকটিউনস থেকে খুব শীঘ্রই আপনার প্রদত্ত ফোন নম্বরে যোগাযোগ করা হবে।
ধন্যবাদ আপনাকে।
প্রিয় টিউনার,
দারুন! আপনার গেমস এর প্রতি ভালোবাসা আর গেমস এর প্রতি আপনার Passion! টেকটিউনস থেকে গেমস নিয়ে বেশ বড়সর করে বিশাল এক আয়োজন বেশ শীঘ্রই করা হবে এবং এ নিয়ে বেশ কিছু পরিকল্পনাও করা হয়েছে। আপনার উৎসাহ এবং পরিকল্পনা এর সংমিশ্রনে আরও সুগঠিত একটি প্রয়োগ হতে পারে বলে আশা করি।
গেমস নিয়ে টেকটিউনস খুব শীঘ্রই একটি বিশাল আয়োজন করতে যাচ্ছে। শুধু পিসি গেমস নয় স্মার্টফোন গেমস, পিএস গেমস, এক্সবক্স গেমস এবং গেমিং গ্যাজেট হার্ডওয়্যার, হার্ডওয্যার বায়িং গাইড ইত্যাদি নিয়ে এক সুবিশাল আয়েজন। তাই আপনি খুব শীঘ্রই এর সাথে সম্প্রিক্ত হতে পারবেন বলে আশা রাখি। আপনি আপনার ফোন নম্বর যেটি সবসময় ব্যবহার করেন সেটি এখানে রিপ্লাই করে আমাদের জানান। টেকটিউনস এই টপিকটি private এ রুপান্ত করা হলো যেন আপনার ফোন নম্বর সুরক্ষিত থাকে। টেকটিউনস থেকে খুব শীঘ্রই আপনার প্রদত্ত ফোন নম্বরে যোগাযোগ করা হবে।
ধন্যবাদ আপনাকে।
প্রিয় টিউনার,
দারুন!
আপনার গেমস এর প্রতি ভালোবাসা আর গেমস এর প্রতি আপনার Passion! টেকটিউনস
থেকে গেমস নিয়ে বেশ বড়সর করে বিশাল এক আয়োজন বেশ শীঘ্রই করা হবে এবং এ নিয়ে
বেশ কিছু পরিকল্পনাও করা হয়েছে। আপনার উৎসাহ এবং পরিকল্পনা এর সংমিশ্রনে
আরও সুগঠিত একটি প্রয়োগ হতে পারে বলে আশা করি।
গেমস নিয়ে টেকটিউনস খুব শীঘ্রই একটি বিশাল আয়োজন করতে যাচ্ছে। শুধু পিসি গেমস নয় স্মার্টফোন গেমস, পিএস গেমস, এক্সবক্স গেমস এবং গেমিং গ্যাজেট হার্ডওয়্যার, হার্ডওয্যার বায়িং গাইড ইত্যাদি নিয়ে এক সুবিশাল আয়েজন। তাই আপনি খুব শীঘ্রই এর সাথে সম্প্রিক্ত হতে পারবেন বলে আশা রাখি। আপনি আপনার ফোন নম্বর যেটি সবসময় ব্যবহার করেন সেটি এখানে রিপ্লাই করে আমাদের জানান। টেকটিউনস এই টপিকটি private এ রুপান্ত করা হলো যেন আপনার ফোন নম্বর সুরক্ষিত থাকে। টেকটিউনস থেকে খুব শীঘ্রই আপনার প্রদত্ত ফোন নম্বরে যোগাযোগ করা হবে।
ধন্যবাদ আপনাকে।
কর্তৃপক্ষকে ধন্যবাদ ! আমার ব্যাক্তিগত মোবাইল:
০১৯২৮-৪৩০৬৬৫
বিকালে কিংবা রাত ১০টা পর ফোন দিলে ভালো হয়!
Customer support service by UserEcho