0
Completed

টিউনারশীপ ফিরিয়ে দেয়া হোক

Chowdhury 11 years ago updated by Techtunes (Techtunes) 11 years ago 4
  1. টিউনার আইডি: carifahmad
  2. টিউনের লিংক (যে টিউন স্থগিত হয়েছে):টিউন প্রিভিউ লিংক-
    http://www.techtunes.com.bd/?p=272238&preview=true
  3. যে কারণে আমার টিউনটি বা টিউনারশীপ স্থগিত রাখা হবে না: আমার মতে আমি টেকটিউন নীতিমালা ১.২০ মেনে টিউন করেছি।
    আমার টিউনে নতুন একটি প্রযুক্তি ব্লগের সাধারণ একটি অফার সাথে বাংলাদেশের সকল টেক বিষয়ক ব্লগের লিংক ছিল। লিংক বিষয়ক আর একটি টিউন আমিই টেকটিউনস এ লিখেছিলাম।
    আমার টিউনটিতে কোন নীতিমালা ভঙ্গ হয়েছে দয়া করে জানান। এবং টিউনারশীপ ফিরিয়ে দিন।
আপনি টিউনে আপনার সাইট প্রোমশনের জন্য অফার তৈরি করছেন। আপনার সাইটের প্রচারণা জনস্বার্থ হলো কিভাবে? আপনার সাইটের রেজিস্ট্রেশন করা ও এর প্রচারণা কিভাবে জনস্বার্থের অংশ হয়? আপনার সাইটের প্রচারণা প্রতিযোগিতার খবর ইত্যাদি জনস্বার্থের কোন অংশ নয় এটি ব্যক্তিস্বার্থ। আপনি টেকটিউনস নীতিমালা ১.২০ ও ১.২১ উভয়ই ভঙ্গ করেছেন। এছাড়া বারবার স্থগিত করার পরও আপনি আপনার সাইটের প্রচারণা মূলক টিউন বারংবার প্রকাশ করেছেন। টেকটিউন স্প্যামিং এর জায়গা নয়। ধন্যবাদ। আপনি টিউনারশীপ ফেরত দেওয়া গেল না।
ভাইজান আপনি কে আমি জানি না। আজাইরা বলে দিলেন যে বারংবার স্থগিত করার পরও ? এটি একবারও স্থগিত করা হয়নি এবং ডাইরেক্ট ব্লক মারা হয়েছে। আপনার বানানে এত ভুল কেন? সামান্য কটা লাইনে এতগুলো ভুল করেন আপনি আবার বিচার করবেন কি?? আপনি বলতে লজ্জা লাগছে তুমি বলি। ১.২১ এর মতে আমার টিউনে বাণিজ্য দেখলা কই?? আমি কোনও নীতিমালা ভাঙিনি। আমি এর আগেও ফ্রিতে মানুষকে ব্লগিং এসইওর সিডি দিয়েছি। তখনও তোমরা আমার এসইও টিউন ড্রাফট করে দিতা। দীপ্ত প্রোজেক্ট তোমরা (dogfish) চালাইস তাই সেটা ব্লক খেত না। আমি ফ্রিতে সিডি দেব http://marksitbd.blogspot.com) তা ব্লক খেত।
আসল কথা প্রযুক্তি বিষয়ক ব্লগ দেখে তোমার পাছায় আগুন লেগেছে। আর কিছু না।
আমরা টিউনারশীপ অবিলম্বে ফিরিয়ে দাও অথবা সবগুলো টিউন ও মন্তব্য মুছে দেয়া হোক।
যা টিউনার অধিকারে রয়েছে-
আমাদের পূর্বের বানান ভুলের জন্য দুঃখিত। তা সংশোধন করা হয়েছে। তবে আপনার ভাষা সংযত নয়। টেকটিউনসের সাথে যে কোন প্রকার অসংযত আচরণ কাম্য নয়।

টিউন স্থগিত না হলে আপনার টিউনারশীপ স্থগিত হল কিভাবে? আপনাকে স্পষ্ট করে বলা হয়েছে টেকটিউনসে প্রচারণার উদ্দেশ্যে কোন টিউন টেকটিউনসে প্রাধান্য পায় না। আপনি ফ্রি দিতে চাইলে প্রচারণা ছাড়া ফ্রি বিতরণ করুন । আপনার সাইট বা অন্য কিছু প্রমোশন লগো প্রতিষ্ঠানের নাম ছাড়া। আপনি মার্কসআইটির নাম করে প্রতিষ্ঠানের প্রচারণার জন্য টেকটিউনসকে ব্যবহার করবেন। আর নিজের নীতিমালা ভঙ্গের টিউনকে বলবেন ঠিক আছে সেটা টেকটিউনস নয়। আপনার প্রচারণার ইচ্ছা থাকলে এডভার্টাইজ করুন টিভিতে পেপারে বিজ্ঞাপণ দিন।

টেকটিউনস কোন ব্যক্তি নয় এটি বিশ্বের সবচেয়ে বড় বাংলা সৌশাল নেটওয়ার্ক তাই টেকটিউনস থেকে ব্যক্তিগত ভাবে কোন কিছু করা হয় না। টেকিটিউনস নীতিমালা ভঙ্গ করলে টিউনারশীপ স্থগিত হবেই। আপনার অসংখ্য টিউন টেকটিনস থেকে চেইন করা আছে এবং ভিডিও টিউন ও চেইন করা আছে। অর্থাৎ আপনি নীতিমালা মেনে যত টিউন করেছেন সবই স্থায়ি আছে। কিন্তু প্রচারণার উদ্দেশে টেকটিউনস ব্যবহার করা যাবে না। আপনি টিউন করে সৌজন্য সিগনেচার ব্যবহার করুন কোন সমস্যা নেই। আপনি যখনই টিউনে নীতিমালা ভঙ্গ করেছেন তখনই আপনার টিউন স্থগিত ও টিউনারশীপ স্থগিত হয়েছে।

আর আপনি কি সাইট তৈরি করলেন না করলেন তাতে টেকটিউনস আপনাকে প্রতিযোগী মনে করার কিছু নেই যেখানে ৬ বছরে টেকটিউনস কমিউনিটি ২ কোটি মত বড় সেখানে এসব সাইটে টেকিউনস এর প্রতিযোগির ধারে কাছেও নেই। তাই টেকটিউনস এসব ছোট বিষয় বিবেচনায় আনে না।

আপনি http://blog.marksitbd.com/?page_id=40 থেকে চেইন হিসেবে ইউটিউবে আপলোড করে প্রকাশ করতে পারতেন। যা আপনার পূর্বে অনেক টিউনে রয়েছে। তবে অবশ্যই নিজের সাইটে রিডাইরেক্ট এর উদ্দেশ্য বাদ দিয়ে বা কিন্তু আপনার অসংযত ভাষা ব্যবহারের ফলে টেকটিউনস থেকে যে কোন প্রকার সাহায্যে সম্ভাবনা আপনি হারিয়েছেন।
আপনার সংশোধিত অংশেও অনেক ভুল আছে। বাক্য গঠনেও রয়েছে অনেক ভুল।
যেমন- টেকটিউন স্প্যামিং এর জায়গা নয়। কর্তৃপক্ষ হয়েও লিখলেন টেকটিউন!! আপনিই বলেন টেকটিউন না টেকটিউনস??

বাক্য ভুল হয়েছে তার উদাহরণ-১.আর নিজের নীতিমালা ভঙ্গের টিউনকে বলবেন ঠিক আছে সেটা টেকটিউনস নয়।
২.যেখানে ৬ বছরে টেকটিউনস কমিউনিটি ২ কোটি মত বড় সেখানে এসব সাইটে টেকিউনস এর প্রতিযোগির ধারে কাছেও নেই।
এতবড় একটি ব্লগের সাপোর্ট টিমের এত দুর্দশা কেন বলতে পারেন?
যখন কেউ ভুল ধরিয়ে দেবে তা স্বীকার করে নিন। আশা করি সম্মান পাবেন। তাছাড়া জ্ঞানীরা যারা তাদের ভুল ধরে দেয় তাদের সমীহ করে।
জেনে নিন মার্কস আইটি কোন প্রতিষ্ঠান নয়। আমি আমাকে আড়াল করার জন্য মার্কস আইটি ব্যানার ব্যবহার করি। মার্কস আইটিতে আমি ছাড়া কেউ নেই। কাউকে যখন প্রশ্ন করবেন সিডি কে দিল? উত্তর পাবেন মার্কস আইটি থেকে। কেউ বলবেনা আরিফ ভাই থেকে। সুতরাং আমি বাণিজ্য করার কোন উদ্দেশ্য নিয়ে টিউন করি না।

আমি টেকটিউনসের একজন সাধারণ টিউনার হিসেবে জানি টিউনাররা টেকটিউনসকে কতটা ভালোবাসে। আমি নিজেও অনেক ভালোবাসি। আর তাই ৪০ টা টিউন আমি করেছি। আমরা টিউনাররা টেকটিউনসকে মডারেটর সাইফুল ইসলাম বা মেহেদী হাসানের ব্লগ কোনদিনই মনে করি না। আমরা একে নিজের ব্লগ বলেই ভালোবাসি।
যখন টেকটিউনস (মডারেটরদের) থেকে সম্মান পাইনা তখন অনেক খারাপ লাগে।

আর টিউন রিমোভ করার ব্যপারে কিছু বলেন নি। যদি মনে করে থাকেন টিউনারশীপ ফেরৎ দিলে সমস্যয় পড়বেন না এবং তবে ব্যবস্থা করুন অন্যথায় দয়া করে আমার টিউন ডিলিট করুন। আমার টিউন ডিলিট করলে কিচ্ছু যায় আসবেনা।