+3
Completed

"ঝকঝকে তকতকে বাংলা পড়ুন" পেজটির গুরুত্বপূর্ণ একটি সমস্যা।

সাইফুল ইসলাম (Staff) 14 years ago updated by Techtunes (Techtunes) 13 years ago 2
"ঝকঝকে তকতকে বাংলা পড়ুন" নামের যেই পেজটি আছে, সেই পেজটা খুব কম ভিজিট হলেও মাঝে মাঝে অনেক কাজে লাগে। যেমনটি আমার হয়েছিল। কারণ একজনের কম্পিউটারে গিয়ে দেখি বাংলা দেখা যায়না। তখন পেনড্রাইভও ছিল না যে তাড়াতাড়ি ঠিক করে দিব। তাই এই পেজটিতে গেলাম। কিন্তু গিয়ে কোন লাভ হলনা। কারণ ওইখানে যেই ফাইলটিকে ডাউনলোড করার জন্য লিংক দেওয়া আছে সেইটাতে ক্লিক করলে " Not Found
Sorry, but you are looking for something that isn't here.
এইরকম দেখায়। মানে লিংকটার কোন সমস্যা হয়েছে। তাছাড়া পেজটিতে কিছু অপারেটিং সিস্টেমে বাংলা লেখা দেখার সমাধান আলোচনা করার কথা "শ্রীঘই আসছে" বলা হলেও ............................. কতদিন থেকে যে আসছে..... সেইটা আপনিই ভাল জানেন। :D ।
আশা করি তাড়াতাড়ি পেজটিকে আপডেট করে দিবেন।
সমস্যাটি সমাধান করা হয়েছে। আমাদের জানানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পেইজটি আপডেট করা হবে আর অপরেটিং সিস্টেম নিয়ে ইনশাল্লাহ।
সাইফুল ভাইঃ আমার ল্যাপটপ থেকে টেকটিউনস ওপেন হচ্ছে না, বেশ কয়েক দিন ধরেই। এমনটা কেন হচ্ছে জানাবেন প্লিজ। বাংলা ফন্ট কি দেওয়া ছিল জানাবেন প্লিজ, খুব উপক্রিত হব।