0
Completed

টেকটিউনসের মান উন্নয়নে একটা ছোট্ট আইডিয়া

Tishad77 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 0
এডমিন ভাই,আপনাকে সালাম জানিয়ে আমার মত অনভিজ্ঞ মানুষের একটা ছোট আইডিয়া শুরু করলাম । দিন দিন টেকটিউনসের উন্নয়ন হচ্ছে ঠিকিই কিন্তু কিছু নিম্নমানের টিউন আমাদের রেপুটেশন নষ্ট করছে । ইদানিং অনেক টিউন পাওয়া যাচ্ছে যেগুলো মানসন্মত নয় । যেমন ধরুন একজন টিউন করেছেন আজ সকালে আলাদিনের চেরাগ পাইলাম । কিন্তু উনি কিভাবে পাইলেন,কেন পাইলেন,কিসে পাইলেন,কোথায় পাইলেন কিছুই লেখেন নি । আসলে ব্যাপারটা দাড়াচ্ছে  ফেইসবুকে স্ট্যাটাস শেয়ার করার মত । উদাহরনটা দেওয়ার কারন হল টেকটিউনসের মত বড় ওয়েবসাইটে এরকম পোস্ট মানান সই নয়,আর এধরনের লেখার কারনে অনেক ভালো লেখক ইদানিং আর নিয়মিত লিখছেন না । ফলে ট্রাফিক বাড়লেও রেপুটেশন বাড়ছে না । এবার আইডিয়ার কথায় আসি,একখানা ছোট কাজ করলে আমার মনে হয় এক ঢিলে দুই পাখি মারা যাবে । আর তাহলো মাসিক/দিমাসিক টপ ১০ টিউনার নির্বাচন/সেরা ১০ পোস্ট নির্বাচন । তবে নির্বাচন সংখ্যার দিক দিয়ে নয়,করা উচিত মান্সন্মত টিউনের দিক থেকে । সেরা ১০ জন/১০ পোস্ট নিয়ে একটা টিউন করে হোমপেজে স্টিকি করে রাখা হোক । এতে সবার মধ্যে ভালো এবং মান্সন্মত টিউন করার প্রবনতা বাড়বে আর বাড়বে সেরা ১০ এ আসার কম্পিটিশন । তাছাড়া এতে করে অনেক ভালো পোস্ট যেগুলো ক্রমে ক্রমে হোমপেজ থেকে হারিয়ে যাচ্ছে সেগুলো মানুষ আবার পড়ার সুযোগ পাবে । আর তাছড়া টেকটিউনস ডেস্ককে নিয়ে করা পোস্টটি কিছুদিনের জন্য স্টিকি করা হোক । এতে করে সবাই টেকটিউনস ডেস্ক ভিজিট করতে শুরু করবে । আর বাড়বে আইডিয়ার সংখ্যাও । আশা করি আইডিয়াটি টেকটিউনসের কাজে লাগবে ।

Answer

Answer
Completed
টেকটিউনস একটি মুক্ত সোসিয়াল নেটওয়ার্ক আর তাই সব ধরনের ব্যবহারকারিই এখানে বিচরণ করে। টেকটিউনস সবময়ই নতুনরা যাতে আর মান সম্মত টিউন করতে পারে সেদিকে সচেষ্ট। তবে আপনার আইডিয়া গুলো খুবই ভাল আর সুন্দর। আপনার আইডিয়া গুলো বিবেচনা করা হল এবং টেকটিউনস এর পরবর্তি ডেভেলপমেন্টে তা বিবেচনা করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে।
Completed
টেকটিউনস একটি মুক্ত সোসিয়াল নেটওয়ার্ক আর তাই সব ধরনের ব্যবহারকারিই এখনে বিচরণ করে। টেকটিউনস বসময়ই নতুনরা যাতে আর মান সম্মত টিউন করতে পারে সেদিকে সচেষ্ট। তবে আপনার আইডিয়া গুলো খুবই ভাল আর সুন্দর। আপনার আইডিয়া গুলো বিবেচনা করা হল এবং টেকটিউনস এর পরবর্তি ডেভেলপমেন্টে তা বিবেচনা করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে।
Answer
Completed
টেকটিউনস একটি মুক্ত সোসিয়াল নেটওয়ার্ক আর তাই সব ধরনের ব্যবহারকারিই এখানে বিচরণ করে। টেকটিউনস সবময়ই নতুনরা যাতে আর মান সম্মত টিউন করতে পারে সেদিকে সচেষ্ট। তবে আপনার আইডিয়া গুলো খুবই ভাল আর সুন্দর। আপনার আইডিয়া গুলো বিবেচনা করা হল এবং টেকটিউনস এর পরবর্তি ডেভেলপমেন্টে তা বিবেচনা করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে।