+1
Completed
আমার সমস্ত পোস্ট ডিলিট করে দেয়ার অনুরোধ
প্রিয় এডমিন,
টেকটিউন্সে আমার এ পর্যন্ত লেখা সমস্ত পোস্টগুলো মুছে ফেলার অনুরোধ জানাচ্ছি। পোস্টের লেখক হিসেবে আমার সেই ক্ষমতা আছে নিশ্চয়ই?
যত অপ্রয়োজনীয়ই হোক না কেন, আমার নিজের কাছে আমার পোস্ট বড় আদরের ধন। নিরিহ ধরণের পোস্টের কমেন্টে টিটির অধিকাংশ ব্লগারের আচরণে আমি আহত ও মর্মাহত।
সম্ভব হলে আমার আইডিটাও মুছে ফেলার অনুরোধ জানাচ্ছি। টিটি আমার জন্যে নয়, বা আমি টিটির যোগ্য নই।
Customer support service by UserEcho
রাগ অভিমান কখেনো সুফল বয়ে আনে না। আপনি প্রাকটিক্যাল হোন, টিটি থেকে শিখুন এবং মানুষ কে শেখান।
পোষ্ট ডিলিটের অপশন আপাতত টিটিতে নেই। অ্যাডমিনরা ভবিষ্যতে ড্রাফট ডিলিটের ব্যবস্থা রাখবেন বলে আশাবদিী।