0
Completed

টেকটিউন্সে কি ব্যবসা সম্পর্কিত বা আত্ম উন্নয়ন সম্পর্কিত টিউন করা যাবে?

Mahedi Hasan 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 1
আমি সম্প্রতি ব্যবসা এবং আত্ম উন্নয়ন সম্পর্কিত কিছু পোস্ট লিখছি। আমার প্রশ্ন হচ্ছে টেকটিউন্সে কি ওসব টিউন করা যাবে? নমুনা : 
1. http://goo.gl/VkeOW
প্রিয় টিউনার, ব্যবসা সংক্রান্ত আপনার আত্ম উন্নয়ন পোস্ট গুলো খুবই ভাল আপনি নির্দিধায় এগুলো টেকটিউনসে টিউন করতে পারেন। বিশেষ করে আপনার উল্লেখিত লেখা গুলো ও এই মানের ও ধরনের টিউন টেকটিউনসে করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে টিউন গুলো শুধুমাত্র জনস্বার্থে হতে হবে, অনুপ্রেরণা ও উন্নয়মূলক হতে হবে। কোন প্রতিষ্ঠানের প্রচার, যোগাযোগের জন্য উৎসাহীত করা, পণ্য ও সেবা ক্রয়ের উদ্দেশ্যে করা যাবে না। বিশেষ করে টেকটিউনস নীতিমালা ১.১৫ থেকে ১.২২ নীতিমালাগুলোর সাংঘর্ষিক না হয়। প্রয়োজনে টিউনের শেষে সৌজন্য লেখে সাক্ষার দেওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে।