আমার পোষ্ট ডিলিট করার কারণ জানিয়ে উপকার করবেন।
আমি কিছু সময় আগে একটি পোষ্ট করি ওয়ার্ডপ্রেস সাইট তৈরীর পরবর্তি করণীয় ১০টি কাজ নিয়ে যার লিংক http://www.techtunes.com.bd/web-development/tune-id/193721
কিন্তু কিছু সময় পরেই দেখি যে আমার পোষ্টটি সরিয়ে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না কেন এটি করা হয়েছে।
পোষ্টে একজন সাধারণ ব্যবহারকারীর যা যা দরকার, তার সবকিছুই দেওয়া হয়েছে। আর পোষ্টটির শেষে আমার সাইটের লিংক দিয়েছি যদি কেউ বাড়তি দেখতে চায় তাহলে যাতে ভিজিট করে দেখতে পারে। আর মধ্যে খানে রিলেটেড টপিক নিয়েই দুটি পোষ্টের লিংক দেওয়া হয়েছে। আমার মনে হয় এতে করে টেটটিউনসের কোন ক্ষতি হয়নি বা হবেও না।
আমার পোষ্ট বিনা নোটিসে সরিয়ে দেওয়াতে যার পর নাই খারাপ লেগেছে। আশাকরি আপনার পোষ্টটি আবার দেখবেন, এবং সেটা আবার প্রকাশ করবেন।
এভাবে চলতে থাকলে পরবর্তিতে আর টেকটিউনসে লেখা দিব বলে মনে হয় না।
আমি জানি যে আমার মত দুই-চারজন চলে গেলে টেকটিউনসের কিছুই হবে না। না হোক, আমি এমনে অপমানিত হতে আর প্রস্তুত নাই।
ধন্যবাদ।
Customer support service by UserEcho
টেকটিউনসের মান, ধারা ও সুষ্ঠুতা বজায় রাখার জন্য টেকটিউনসে টিউনার ও টিউমেন্টর দের টিউন ও টিউমেন্ট করার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট, সচ্ছ ও সুশৃঙ্খল নীতিমালা- টেকটিউনস নীতিমালা। টেকটিউনসে টিউন করার প্রথম শর্ত হচ্ছে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি স্পষ্ট ভাবে বোঝা ও বোধগম্য হওয়া, নীতিমালার প্রতিটি নীতি অনুধাবন করা ও অনুসরণ করা এবং টিউনে তা বজায় রাখা।
টেকটিউনস নীতিমালা সম্পর্কে আরও জানতে, কেন এবং কী প্রক্রিয়ায় একটি টিউন স্থগিত হয় এবং কী কী বিষয় গুলো অনুসরণ করলে টিউন স্থগিত হবে না তা জানতে 'টেকটিউনস সজিপ্র' এর "টেকটিউনস নীতিমালা অংশটি" মনোযোগ সহকারে পড়ুন।
টেকটিউনসে সকল নবীণ ও প্রবীণ টিউনারকে মৌলিক, মানসম্মত টিউন করতে উৎসাহি করা হয়। তাই টেকটিউনস নীতিমালা লংঘন ছাড়া অন্য কোন কারণে টিউন স্থগিত করা হয় না। তাই আপনার টিউনটি স্থগিত হলে প্রথমেই টেকটিউনস নীতিমালা দেখুন কোন নীতিমালার ভঙ্গের জন্য আপনার টিউনটি স্থগিত করা হয়েছে। ধন্যবাদ আপনাকে।
OK, বিষয় বুঝলাম, এখন আমি পোষ্টটি পুনরায় এডিট করে আপনাদের নিতিমালা অনুসরণ করে লেখাটা পাবলিশ করতে চাচ্ছি। এক্ষেত্রে আমার কি করা লাগবে? নতুন করে পোষ্ট করা লাগবে? নাকি আপনারা সাহায্য করবেন? কারণ এডিট করে আপডেট করার বাটন নাই।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে যে কোন নীতিমালা ভঙ্গের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।