+4
Planned

ডিসপ্লে নেম পরিবর্তনের সুবিধা বাতিল করা হোক

নেট মাস্টার 14 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 0
টেকটিউনসে ইচ্ছে মত ডিসপ্লে নেম পরিবর্তন করা যায়। আজ আমি নেট মাস্টার নামে টিউন করলেও কাল হাসান জোবায়ের নামে টিউন শুরু করে দিতে পারি। আবার অন্য কেউ নেট মাস্টার নাম দিয়ে টিউন শুরূ করতে পারে। ব্যাপারটি কিছুটা এলামেলো।

টিউনার আইডি ইউনিক করবার আহ্বান জানাই। একজন টিউনারের আইডি একটি থাকবে এবং সে ইচ্ছে করলেই নাম পরিবর্তন করতে পারবেনা। নাম পরিবর্তনের ক্ষমতাটি শুধুমাত্র মডারেটরদের নিজেদের ‍নিয়ন্ত্রণে রাখা উচিত।