0
Completed
কিছু ইউজার এর কারনে কি টিউন লেখা বাদ দেব?
গুগল এর নতুন অ্যালগোরিদম Google Penguin এর কারনে অনেকদিন কোন টিউন লিখতে পারিনি, যাহোক শতবেস্ততার মধ্য থেকেও আজ একটা টিউন লিখতে বসলাম, টিউনটি লেখার পর পাবলিশ করলাম। আজ সন্ধার পর টিউনের মন্তব্য দেখে অনেক খারাপ লাগল, কারন যাদের জন্য লিখলাম তাদের মন্তব্য দেখে আসলে খারাফ লাগারই কথা, টিউনটির এড্রেস হলঃ http://www.techtunes.com.bd/internet/tune-id/122875 একটা টিউন এর সমালোচনা থাকতে পারে কিন্তু এ কোন ধরনের মন্তব্য আমি এখনও বুজতে পারিনি। যেমনঃ http://www.techtunes.com.bd/internet/tune-id/122875#comment-291923 এই টার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন আমি বুযলাম না।
আমি কি techtunes এ এসে ভুল করে ফেললাম?
Answer
Answer
Completed
Techtunes (Techtunes) 12 years ago
প্রিয় টিউনার আমরা জানি ও বুঝি একজন টিউনার তার সবটুকু দিয়ে টিউন করার চেষ্টা করে। যেহেতু টেকটিউনস একটি উন্মুক্ত কমিউনিটি এবং যে কোন উন্মুক্ত কমিউনিটিতে সব ধরনের ইজারদের সমাগম ঘটে। এদের মধ্যে কেই হয়তো ভাল প্রেরণা দেয় আবার কেই হয়ত আঘাত দিয়ে সমালোচনা করে। এছাড়া টিউনারকে উত্তক্ত আর বিচলিত করার জন্য বেশ কিছু চক্রও এ কাজটি করে থাকে।
তাই আমাদের পরামর্শ এ ধরনের মন্তব্যে একদম ভ্রুক্ষপ না করা, বিচলিত না হওয়া। তর্কবিতর্কে না জড়িয়ে বরং নিজেস্বতা আর নিজের যুক্তি প্রতিষ্ঠা করা। নিজের মত করে এগিয়ে চলা। নিজের মেধা ও সামর্থ্যকে নতুন নতুন টিউন আর আইডিয়ার প্রতি কাজে লাগানো। তাহলেই আপনি একজন প্রকৃত টিউনার হিসেবে নিজেকে সকলের মাঝে তুলে ধরতে পারবেন।
টেকটিউনস আপনারমত মৌলিক, মানসম্মত আর মেধাবি টিউনাদের সবসময়ই অগ্রাধিকার ও অনুপ্ররণা আর প্রণোদনা দিয়ে থাকে। আশা করি আপনি আপনার টিউনের মৌলিকত্ব সর্বদা বজায় রাখবেন এবং আরও বেশি টেকটিউনস কমিউনিটিকে নিজেস্বতায় প্রকাশ করবেন আর টেকটিউনসের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে।
তাই আমাদের পরামর্শ এ ধরনের মন্তব্যে একদম ভ্রুক্ষপ না করা, বিচলিত না হওয়া। তর্কবিতর্কে না জড়িয়ে বরং নিজেস্বতা আর নিজের যুক্তি প্রতিষ্ঠা করা। নিজের মত করে এগিয়ে চলা। নিজের মেধা ও সামর্থ্যকে নতুন নতুন টিউন আর আইডিয়ার প্রতি কাজে লাগানো। তাহলেই আপনি একজন প্রকৃত টিউনার হিসেবে নিজেকে সকলের মাঝে তুলে ধরতে পারবেন।
টেকটিউনস আপনারমত মৌলিক, মানসম্মত আর মেধাবি টিউনাদের সবসময়ই অগ্রাধিকার ও অনুপ্ররণা আর প্রণোদনা দিয়ে থাকে। আশা করি আপনি আপনার টিউনের মৌলিকত্ব সর্বদা বজায় রাখবেন এবং আরও বেশি টেকটিউনস কমিউনিটিকে নিজেস্বতায় প্রকাশ করবেন আর টেকটিউনসের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে।
Customer support service by UserEcho