0
Completed

আমার টিউনটি নির্বাচিত করা যায় কিনা দেখতে পারেন।।।

it sardar 11 years ago updated 11 years ago 2
সামনে ব্রাজিল বিশ্বকাপ। আর আমার টিউনটি ব্রাজিল বিশ্বকাপের প্রায় সকল তথ্য নিয়ে। তাছাড়া আছে টেকনোলজি নিয়ে আলোচনা, যা থাকবে এবারের ব্রাজিল বিশ্বকাপে। সেহেতু আমার মনে হয় টিউনটি নির্বাচিত হলে টিটির মান ক্ষুণ্ণ
হবে না।
অবশ্য এই টিউন বিশ্বকাপ শুরুর কিছু পরে নির্বাচিত হলে তেমন  গ্রহণযোগ্যতা থাকবে না। করলে বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে বা পরে  থেকে করলে ভালো গ্রহণযোগ্যতা পাবে বলে আমার মনে হয়। 

এখন টিটির উপর টিউনটি নির্বাচিত হবে কিনা নির্ভরশীল। 

টিউনের লিংকঃ http://www.techtunes.com.bd/reports/tune-id/288249 

ধন্যবাদ টিটি কে।

Answer

Answer
Completed
প্রিয় টিউনার,

একটি টিউন নির্বাচনের জন্য সর্বাধিক বা যথেষ্ট ভোট পেলে তা সংক্রিয় ভাবে টেকটিউনস নির্বাচিন সারিতে অন্তভুর্ক্ত হয়। তা আর পুনরায় আবেদনের প্রয়োজন হয় না। তবে টিউনার চাইলে অব্যশ্যই আবেদন করতে পারে। তবে টিউন নির্বাচন একটি র্যান্ডম ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া যেখানে অনেক অনেক পুরোন টিউনও নতুন ভাবে নির্বাচিত করা হয় আবার সাম্প্রতিক টিউনও নির্বাচিত হয়। টিউনটি মান সম্মত টিউন হলে আর যথেষ্ঠ মনোনয়ন ভোট পেলে তা অব্যশই নির্বাচিত হবে। তবে যেহেতু টেকটিউনস নির্বাচন সারিতে প্রচুর টিউন থাকে এবং নতুন নতুন যুক্ত হয় তাই তা পর্যায়ক্রমিক ভাবে নির্বাচিত হয় যা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।

এটি সম্পূর্ণ একট র্যান্ডম প্রক্রিয়া তাই কোন টিউনারের টিউন কখন নির্বাচিত হবে তা যেমন নির্দির্ষ্ট নয় ঠিক তেমনি নতুন টিউন আগে আর পুরোন টিউন পরে অথবা কোন নির্দিষ্ট টিউনারের টিউন আগে অথবা পরে এমন কোন মানদন্ডের ভিত্তিতে টিউন নির্বাচিত হয় না। মান সম্মত টিউন হলে তা অবশ্যই নির্বাচিত হবে কিছু সময় অথবা বেশ কিছু সময় পরে হলেও।

একজন মানসম্মত আর প্রকৃত টিউনার হিসেবে টিউন প্রকাশ করার বেশ কিছু পরে টিউনটি কেন নির্বাচিত হলো না বা হয়নি এমন সংশয় আর দ্বিধা তৈরি করা সম্পূর্ণ অযৌক্তিক হবে। যেহেতু মানস্মত টিউন হলে তা ধীরে ধীরে অবশ্যই নির্বাচিত হবে। তবে টিউনার যদি মনে করে টিউনটি উপযোগিতা সময় অতিক্রমের সাথে কমে যেতে পারে তবে অবশ্যই টেকটিউনস ডেস্কে তাঁর টিউনের উপযোগিতার বিষয়টি বিশ্লেষন করে আবেদন করতে পারে।

তাই একজন প্রকৃত টিউনার হিসেবে টিউনারের উচিত হবে নিজের মেধা, জ্ঞান আর অনন্য চিন্তার সুষ্ঠু প্রয়োগ ঘটিয়ে আরও অধিক পরিমাণে টিউন করা। নিজের জনপ্রিয়তা ধরে রাখা। অন্যের দ্বারা প্রভাবিত না হওয়া। নিজের নিজেস্বতা বজায় রেখে সর্বদা টেকটিউনস কমিউনিটির সাথে সংযুক্ত থাকা। সেটাই হবে একজন প্রকৃত টিউনারের পরিচয়।

ধন্যবাদ আপনাকে।
Answer
Completed
প্রিয় টিউনার,

একটি টিউন নির্বাচনের জন্য সর্বাধিক বা যথেষ্ট ভোট পেলে তা সংক্রিয় ভাবে টেকটিউনস নির্বাচিন সারিতে অন্তভুর্ক্ত হয়। তা আর পুনরায় আবেদনের প্রয়োজন হয় না। তবে টিউনার চাইলে অব্যশ্যই আবেদন করতে পারে। তবে টিউন নির্বাচন একটি র্যান্ডম ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া যেখানে অনেক অনেক পুরোন টিউনও নতুন ভাবে নির্বাচিত করা হয় আবার সাম্প্রতিক টিউনও নির্বাচিত হয়। টিউনটি মান সম্মত টিউন হলে আর যথেষ্ঠ মনোনয়ন ভোট পেলে তা অব্যশই নির্বাচিত হবে। তবে যেহেতু টেকটিউনস নির্বাচন সারিতে প্রচুর টিউন থাকে এবং নতুন নতুন যুক্ত হয় তাই তা পর্যায়ক্রমিক ভাবে নির্বাচিত হয় যা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।

এটি সম্পূর্ণ একট র্যান্ডম প্রক্রিয়া তাই কোন টিউনারের টিউন কখন নির্বাচিত হবে তা যেমন নির্দির্ষ্ট নয় ঠিক তেমনি নতুন টিউন আগে আর পুরোন টিউন পরে অথবা কোন নির্দিষ্ট টিউনারের টিউন আগে অথবা পরে এমন কোন মানদন্ডের ভিত্তিতে টিউন নির্বাচিত হয় না। মান সম্মত টিউন হলে তা অবশ্যই নির্বাচিত হবে কিছু সময় অথবা বেশ কিছু সময় পরে হলেও।

একজন মানসম্মত আর প্রকৃত টিউনার হিসেবে টিউন প্রকাশ করার বেশ কিছু পরে টিউনটি কেন নির্বাচিত হলো না বা হয়নি এমন সংশয় আর দ্বিধা তৈরি করা সম্পূর্ণ অযৌক্তিক হবে। যেহেতু মানস্মত টিউন হলে তা ধীরে ধীরে অবশ্যই নির্বাচিত হবে। তবে টিউনার যদি মনে করে টিউনটি উপযোগিতা সময় অতিক্রমের সাথে কমে যেতে পারে তবে অবশ্যই টেকটিউনস ডেস্কে তাঁর টিউনের উপযোগিতার বিষয়টি বিশ্লেষন করে আবেদন করতে পারে।

তাই একজন প্রকৃত টিউনার হিসেবে টিউনারের উচিত হবে নিজের মেধা, জ্ঞান আর অনন্য চিন্তার সুষ্ঠু প্রয়োগ ঘটিয়ে আরও অধিক পরিমাণে টিউন করা। নিজের জনপ্রিয়তা ধরে রাখা। অন্যের দ্বারা প্রভাবিত না হওয়া। নিজের নিজেস্বতা বজায় রেখে সর্বদা টেকটিউনস কমিউনিটির সাথে সংযুক্ত থাকা। সেটাই হবে একজন প্রকৃত টিউনারের পরিচয়।

ধন্যবাদ আপনাকে।
টিউনটি উপযোগিতা সময় অতিক্রমের সাথে কমে যেতে পারে, এজন্য আবেদন করছিলাম। কারণ সাম্প্রতিক ব্রাজিল বিশ্বকাপ নিয়ে লেখা। আমার অনুরোধ মান সম্মত টিউন হলে, নির্বাচন করতে পারেন, আমার রিকুয়েস্ট।
ধন্যবাদ টিটি কে।