+1

চেইন টিউন এ অন্তর্ভুক্ত করার জন্য আবেদন

Jihadur Rahman Noyon 9 years ago updated by bdTunes com 1 9 years ago 1
আসসালামু আলাইকুম,
আমি "জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল" শিরোনামে জাভাস্ক্রিপ্ট এর উপর ইতোমধ্যে ১৫ টি পর্ব লিখে ফেলেছি । কিন্তু, আমার টিউটোরিয়ালসমূহ এখনো চেইন টিউন এ অন্তর্ভুক্ত করা হয়নি । কিছুদিনের মধ্যেই আমি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল শেষ করবো - ইনশাল্লাহ্ । চেইন টিউন এ অন্তর্ভুক্ত করা হলে জাভাস্ক্রিপ্ট এর টিউটোরিয়ালসমূহ খুঁজে পেতে সহজ হয় ।
আমার টেকটিউনস আইডিঃ http://www.techtunes.com.bd/tuner/cybershot
জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল এর সর্বশেষ পর্বঃ http://www.techtunes.com.bd/javascript/tune-id/345069
এছাড়া, আমি ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস এর উপর নিয়মিতভাবে চেইনটিউন লিখে যাচ্ছি । সেসব টিউটোরিয়ালসমূহ চেইন টিউন এ অন্তর্ভুক্ত করার আবেদন জানাচ্ছি ।
ধন্যবাদ ।
আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসা করি ভাল আছেন। আর আমার মতে আপনি যা জানেন তা অন্য দের জানাতে ভালবাসেন, আর যা জানেন না তা জানতে ভালবাসেন। এবং প্রযুক্তি নিয়ে থাকতে ভালবাসেন। আর তাই আপনাদের লেখার জন্য আমরা একটা বংলা প্লাটফরম তৈরি করেছি www.bdTuneS.com (সুরে সুরে প্রযুক্তির আওয়াজ) নামে। এখানে চলিতেছে ব্লগিং প্রতিযোগিতা । এখানে আপনি আপনার জানা প্রযুক্তি তথ্য অন্যান্য প্রয়োজনিয় তথ্য লিখতে, ও অজানা তথ্য জানতে পারেন। এই প্লাটফর্মটি সবার জন্য উন্মুক্ত। এখানে লিখতে আপনাকে রেজিস্টেসন করতে হবে। আমি আপনাকে অনুরোধ করছি রেজিস্টেসন করতে www.bdTuneS.com/wp-login.php?action=r­egister যান। আর প্রযুক্তি বা অন্যান্য জানা তথ্য নিয়ে লিয়ে লিখতে থাকুন। রেজি করতে www.bdTuneS.com/­wp-register.php যান।

[বিঃদ্রঃ- কিছুদিনের জন্য এখানে রেজি খুলে দেয়া হয়েছে। তাই টিউনার হয়ে জান এখনই]

প্রযুক্তি জানতে থাকুন। প্রযুক্তির সাথেই থাকুন।