0
Planned

অবৈধ ডাউনলোড লিংক সম্বলিত পোস্টে সাবধান বাণী বা ফ্ল্যাগ যুক্ত করা

Aniruddha Adhikary 13 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 0
টেকটিউনস বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি ব্লগিং প্ল্যাটফর্ম, বর্তমানে এ্যালেক্সা র‍্যাংকিংএ ১০ নম্বরে অবস্থান করছে। কিন্তু, টেকটিউনসে প্রায়ই দেখা যায় সফটওয়্যার বা গেমের রিভিউ এর সঙ্গে অবৈধ ডাউনলোড লিংক, পাইরেটেড সফটওয়্যার বা ক্র্যাকের লিংক দেয়া হয়।

আইনের দৃষ্টিতে এটি অবৈধ। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে তেমন সাংঘাতিক নয়, তবুও TRIPS চুক্তি শেষ হবার পর এজন্য টেকটিউনসকে আইনী সমস্যায় পড়তে হতে পারে। পাইরেসীকে উৎসাহিত করার অপরাধে আপনারা দোষী সাব্যস্ত হতে পারেন। অতএব, প্রথমত টেকটিউনসের সম্মান এবং দ্বিতীয়ত আইনি লড়াই, এ দুইয়ের জন্য টেকটিউনসের অবৈধ লিংক সম্বলিত টিউনে একটি করে সাবধান বাণী বা ফ্ল্যাগ লাগানো যেতে পারে। যার সঙ্গে একটি সফটওয়্যার পাইরেসী সংক্রান্ত লেখার লিংক থাকবে এবং সাধারণ ব্যবহারকারীরাও সচেতন হতে পারবেন।

এ ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য আবেদন জানাচ্ছি।