+6

আমার লেখা টিউন কপি করে টিটিতে টিউন করা হয়েছে

tips4blog 9 years ago 0
টেকটিউনসের উপরে আমার একটা বিশ্বাস ছিল যে এখানে কেউ কপি পেস্ট করে টিউন প্রকাশ করতে পারে না। টিটি এই বিষয়ে যথেষ্ট সচেতন। তবে, জানি না কেন তারপরও টিউন টিটি'র মতো এত বড় প্লাটফর্মে কপি পেস্ট হয়? আমি ১৪ ফেব্রুয়ারি, ২০১৫ তে আমার ব্লগে ওয়ার্ডপ্রেস উইজেট নিয়ে একটি টিউন প্রকাশ করি। সেই টিউনটিই কপি করে অন্য আর একজন টিটিতে প্রকাশ করেছে তাও প্রায় দুই মাস (22 আগস্ট, ২০১৫) আগে! এই টিউনের উপরে আমি ফেসবুকের একটি জনপ্রিয় গ্রুপে ডক তৈরি করেছিলাম একই তারিখ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫ তে। কপি পেস্টার টিউনার ওখান থেকেই হুবহু আমার ডকটি টেকটিউনসে প্রকাশ করেছে। কপিরাইট আইন ভঙ্গ করা টিউনারদের স্থান টিটিতে কিভাবে হয় আমার বোধে আসে না? টিটি'র কাছে আমার অনুরোধ কপি পেস্ট করে টিটিতে প্রকাশ করা টিউনটি যেন দ্রুত মুছে ফেলা হয়। বিশ্বাস আছে যে টিটি দ্রুতই ব্যবস্থা নিবে। যদি কোন ব্যবস্থা নেওয়া না হয় (আশা করি এমনটা হবে না), তাহলে আমি গুগোলের ডিএমসি'র শরণাপন্ন হতে বাধ্য হবো, যা আমি মন থেকে বলছি কখনোই চাই না।


ধন্যবাদ
মোঃ আলম