0
Completed
আমার টিউনটি কেন পেন্ডিং করা হল?
আমি আজ ঘন্টাখানেক আগে টিটিতে একটি পোস্ট দিই। টিটিতে অনেকেই অনেক সময় ননটেকি পোস্ট দিয়ে থাকেন। আমার আজকের পোস্টটি এখানে আমার প্রথম ননটেকি পোস্ট। এজন্য পোস্টের নিচে আমি লিখে দিয়েছি এডমিনরা ননটেকি বলে এই পোস্ট সরাতে চাইলে নোটিফিকেশন দিলে আমিই তা ড্রাফট করে নেব। কিন্তু কোন নোটিফিকেশন ছাড়াই আমার পোস্টটি পেন্ডিং করা হয়েছে। খুব কষ্ট পেলাম, একটা মেইল কি আমরা প্রিয় টিটি থেকে আশা করতে পারিনা? দয়া করে রিপ্লাই দেবেন।
Customer support service by UserEcho
আপনার টিউনটি টেকটিউনস নীতিমালার ১.১ ভঙ্গ করায় সেটি স্থগিত করা হয়েছে।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউন অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।