0
Completed

আমি চাই আমার টিউনটি নির্বাচিত করা হোক

CxRana 13 years ago updated by Techtunes (Techtunes) 13 years ago 2
আমি সম্প্রতি যে টিউনটি করেছি তা আমার মতে নির্বাচিত হবার যোগ্যতা রাখে ।

আশাকরি যাচাই করবেন।

http://www.techtunes.com.bd/reports/tune-id/111219/

Answer

অনেক ধন্যবাদ আপনার আবেদনের জন্য। অভিনন্দন আপনাকে! আপনার টিউনটি পর্যালোচনার পর তা টেকটিউনসের নির্বাচিত টিউনের মানদন্ডে কৃতকার্য হয়েছে। আপনার টিউনটি নির্বাচনের জন্য নির্বাচনের Queue তে স্থাপন করা হল এবং পর্যায়ক্রমে শীঘ্রই নির্বাচিত হবে।

আপনাদের টিউনটিতে প্রথমদিকে টিউজিটরদের টিউন মনোনয়ন ভোট কম থাকায় তা নিবার্চিত Queue আসেনি। অনেক ভাল মানের টিউনও অনেক সময় টিউজিটরদের অগোচর হয়ে যায় এটা স্বভাবিক। তাই এধরনের অবস্থা হলে আপনি নিজের আপনার টিউন নির্বাচনের জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করুন।

টিউন নির্বাচনের বিষয় গুলো জানতে “টেকটিউনস সজিপ্র” http://www.techtunes.com.bd/faq/ দেখুন। ভাল টিউন গুলো পর্যায়ক্রমে অবশ্যই নির্বাচিত হয় কিন্তু যেহেতু এটি একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া তাই তা পর্যায়ক্রমিক ভাবে করা হয়।

টেকটিউনস আপনারমত মৌলিক, মানসম্মত আর মেধাবি টিউনাদের সবসময়ই অগ্রাধিকার, অনুপ্ররণা আর প্রণোদনা দিয়ে থাকে। আশা করি আপনি আপনার টিউনের মৌলিকত্ব সর্বদা বজায় রাখবেন এবং আরও বেশি টেকটিউনস কমিউনিটিকে নিজেস্বতায় প্রকাশ করবেন।

ধন্যবাদ আপনাকে।
আপনার কথা শুনে আমার যে ভালো লেগেছে তা এর আগে অনলাইনে কোন দিন লাগে নি । আসলেই আমি টিটিকে অনেক পছন্দ করি ,সেই প্রথম থেকেই,আপনাদের সাইটের জন্মের থেকেই আমি ভিজিটর ।