0
Completed
আমার টিউন গুল চেইন টিউন করার জন্য অনুরধ করছি>>
আমি ওয়েব ডিজাইন নিয়ে চেইন ধারাবাহিক টিউন করা সুরু করেছি। যেহেতু এটি
নিয়ে তাই অনেকগুল পর্ব পর্যন্ত যেতে হবে। ইউজার যেন হাতের নাগালে টিউন গুল পাই সেজন্য এগুল কে চেইন টিউন এর লিস্ট এ অ্যাড করার জন্য অনুরধ করছি। আশা করছি প্রতিদিন টিউনের মাধ্যমে পর্বগুলো শেষ করতে পারবো। এখানে টিউনের তৃতীয় পর্বের লিঙ্ক দিলাম>>
http://www.techtunes.com.bd/web-design/tune-id/143273
টিউন গুল মানসম্মত মনে হলে চেইন করে দিয়েন।।
ধন্যবাদ।।
Customer support service by UserEcho
আপনার টিউন গুলো খুবই মান সম্মত ও ভাল হচ্ছে। আপনার টিউনগুলো চেইন হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য চিহ্নিত করা হল। শীঘ্রই আপনার টিউন গুলো চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে। আপনি চেইন টিউন অব্যাহত রাখুন। অন্তর্ভুক্ত করার সাথে সাথে আপনার সর্বশেষ করা চেইন টিউনে তা জানিয়ে দেওয়া হবে।
আপনার টিউন যেহেতু প্রোগ্রামিং সংক্রান্ত টিউন ও টিউনে কোডের ব্যবহার রয়েছে তাই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব "কোড হাইলাইটার"। টেকটিউনসের "কোড হাইলাইটার" কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি দেখুন।