0

আমি টিউনারশীপ ফেরত পেতে চাই এবং আবার টিউন করতে চাই । আমি আমার টিউন এর ভুল ধরতে পেরেছি ।

3D2HD 10 years ago 0
উপরোক্ত টিউনের লিঙ্ক যেটি প্রকাশ করার কিছুদিন পর থেকে পেন্ডিং অবস্থায় আছে সেটি আমার প্রথম টিউন যেখানে আমি ভুলবসত কিছু ডাউনলোড লিঙ্ক শেয়ার করেছিলাম । যা অনেকে ডাউনলোড করতে পারে নাই । তাই আমি টিউনটি নতুন করে আবার এই লিঙ্ক এ প্রকাশ করি সেখানে ডাউনলোড লিঙ্ক থেকে যেন সবাই ডাউনলোড করতে পারে এই ভেবে নতুন টিউন প্রকাশ করি । যা আসলে টেকটিউন্সের নীতিমালার বহিঃভুত নয় । তাই আমি টেক্টিউন্সের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি যে , টেকটিউন্স যেন আমার উপরোক্ত বিষয়টি সুবিবেচনা পুর্বক আমার টিউনারশীপ প্রথমবারের মত ফেরত প্রদান করেন । আর যদি আমার জানার বাহিরে কোন ভুল হয়ে থাকে তা যেন টেকটিউন্স নিজ গুনে ক্ষমা করে ।
ধন্যবাদ ।