0

রেজিস্ট্রেশান বন্ধ রাখাকি কোন সলুশন হতে পারে, টেকটিউন্সকে প্রশ্ন করতে চাই।

Mehedi Hasan Shoab 9 years ago updated by bdTunes com 1 9 years ago 1
অনেকদিন হয়ে গেলো টেকটিউন্স এর সাথে আছি, লাস্ট কবে রেজিস্ট্রেশান ওপেন ছিল তাও মনে পড়ে না ঠিকমতো, হয়তো ২ বছর আগে। টেকটিউন্স রেজিস্ট্রেশান কি আবার খুলে দেয়া যায় না?

হয়তো স্প্যামারদের কারণেই বন্ধ হয়েছিল। এতে অন্যান্যদের কি দোষ।

স্প্যামারদেরকে বাতিল করার দায়িত্ব টেকটিউন্স মোডারেটরদের, বাকি সাধারণ মানুষকে আপনাদের ব্লগের অংশ হতে দিলে ক্ষতি কই? এভাবে রেজিস্ট্রেশান বন্ধ করে দেয়া কোন অপশন না তার চেয়ে চালু করে ভালো মতো মোডারেট করুন, এতে টেকটিউন্স এর জনপ্রিয়তা ও মান দুটোই বাড়বে।

যদি সানিম ভাইয়া বা হোসাইন ভাইয়ার বা আই টি সরদার ভাইয়ার ক্ষেত্রে এরকম হত? তখন কিন্তু টেকটিউন্স এতটা সমৃদ্ধ হতে পারতো না।

ওই একি অনুরধ, আমার এবং সকলের জানা জ্ঞান শেয়ার করার জন্য আপনাদের এই বড় প্লাটফর্মটি আবার ওপেন করবেন প্লিজ।
আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসা করি ভাল আছেন। আর আমার মতে আপনি যা জানেন তা অন্য দের জানাতে ভালবাসেন, আর যা জানেন না তা জানতে ভালবাসেন। এবং প্রযুক্তি নিয়ে থাকতে ভালবাসেন। আর তাই আপনাদের লেখার জন্য আমরা একটা বংলা প্লাটফরম তৈরি করেছি www.bdTuneS.com (সুরে সুরে প্রযুক্তির আওয়াজ) নামে। এখানে চলিতেছে ব্লগিং প্রতিযোগিতা । এখানে আপনি আপনার জানা প্রযুক্তি তথ্য অন্যান্য প্রয়োজনিয় তথ্য লিখতে, ও অজানা তথ্য জানতে পারেন। এই প্লাটফর্মটি সবার জন্য উন্মুক্ত। এখানে লিখতে আপনাকে রেজিস্টেসন করতে হবে। আমি আপনাকে অনুরোধ করছি রেজিস্টেসন করতে www.bdTuneS.com/wp-login.php?action=r­egister যান। আর প্রযুক্তি বা অন্যান্য জানা তথ্য নিয়ে লিয়ে লিখতে থাকুন। রেজি করতে www.bdTuneS.com/­wp-register.php যান।

[বিঃদ্রঃ- কিছুদিনের জন্য এখানে রেজি খুলে দেয়া হয়েছে। তাই টিউনার হয়ে জান এখনই]

প্রযুক্তি জানতে থাকুন। প্রযুক্তির সাথেই থাকুন।