+1
Completed

টিউনে প্রতারণা

Khalid Hasan 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 1
অনুগ্রহ করে এটি একটু দেখুন http://www.techtunes.com.bd/reports/tune-id/192951 । এখানে কিছুক্ষণ আগে টিটি মডারেটর Swordfish এর প্রতারণার কথা উল্লেখ করা হয়। কিন্তু কিছুক্ষণ পর এই টিউনে কমেন্ট ক্লোজড করে লেখককে শিবির বলে আপডেট করে কি সব দেওয়া হয়। আমার প্রশ্ন এমনটা কেন হল? আর টিটিতে এসব শিবির তথা রাজনৈতিক বিষয় কেন প্রবেশ করল? মানুষের কি সত্য জানার অধিকার নাই? উপরের পোস্টটি স্পষ্ট বোঝা যায় এটা পরে এডিট করে আপডেট করা হয়েছে। মূল পোস্ট এর স্কিনশট- https://www.facebook.com/photo.php?fbid=454291334641020&set=a.158439800892843.37060.100001804730915&type=1&theater

এর জবাব কি? এটাকি মডারেটরদের কাজ।

অত্যন্ত নেক্কারজনক একটি ঘটনা। টেকটিউন্সকে তাদের মডারেটর নির্বাচনে আরো বেশি সক্রিয় হতে হবে। টিটির মত একটি সমৃদ্ধশালী মাধ্যমকে ব্যবহার করে কেউ তার নিজস্ব ফায়দা লুটে স্বার্থরক্ষা করবে এটা হতে পারে না। সাধারণ মানুষদের লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে এটা দুঃখজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অন্যান্য মডারেটরদের অনুরোধ করব টিউনটি যেন ডিলিট না করা হয়। অন্যান্য পাঠকদেরও এই প্রতারণা সম্পর্কে জানা উচিত।


আপনার সাথে একমত পোষণ করছি । মডারেটররা নিজেদের কি যে মনে করে ।