0

থ্রিজি এন্টিনার কর্যক্ষমতা নিয়ে বিস্তারিত জানতে চাই

rasel khondokar 11 years ago updated 11 years ago 1
টেকটিউনসে অনেক টিউনারকেই দেখেছি যেসব এলাকায় থ্রিজি নেটওয়ার্ক নেই কিংবা নেটওয়ার্ক দুর্বল সেসব এলাকায় থ্রিজি নেটওয়ার্ক পাওয়ার জন্য শক্তিশালী থ্রিজি এন্টিনা বানানোর নিয়ম ও এর কার্যক্ষমতা নিয়ে পোষ্ট করেছেন। উদাহরণ স্বরূপ এই টিউনটি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই থ্রিজি এন্টিনা কি ওয়াইফাই নেটওয়ার্ক ধরতেও সক্ষম?? যেমন ধরুন আমার বাসা থেকে ১ কি:মি দূরত্বে বেশ অনেকগুলো ফ্রি ওয়াইফাই জোন আছে যেগুলো নির্দিষ্ট সীমানার মধ্যেই চালানো যায়। আমি কি এই থ্রিজি এন্টিনা বানিয়ে আমার বাসায় এই ওয়াইফাই এর নেটওয়ার্ক পেতে পারি??? এই সম্পর্কে টেকটিউনসের অভিজ্ঞদের সহায়তা ও বিস্তারিত তথ্য জানতে চাই।
কোন অভিজ্ঞ ভাইদের সাহায্য কি পাব না?