0
ডেকস্টপ এর উইন্ডোজ ৭ এ কোন ভাবেই ব্রাইটনেস নিয়ন্ত্রণ করতে পারছি না।
টেকটিউনস এর সকল পাঠক, টিউনার এবং টিউন বিষেষজ্ঞ যারা আছেন যাদের কারণে প্রতিনিয়ত আমরা নতুন কিছু শিখতে পারছি তাদের সবাইকে জানাই শীতের শুভেচ্ছা ও সালাম। আপনাদের কাছে আমার একটা বিষয় জানার আছে আশা করি আমার মত এ সমস্যায় আরও কিছু ভাই আছেন যারা এই সমস্যার সমাধান পেলে উপকৃত হবেন। সমস্যাটা হলো আমার ডেকস্টপ এর উইন্ডোজ ৭ এ কোন ভাবেই ব্রাইটনেস নিয়ন্ত্রণ করতে পারছি না। অথচ উইন্ডোজ এক্স.পি তে আমি খুব সহজেই ব্রাইটনেস নিয়ন্ত্রণ করতে পারতাম। ইন্টারনেটে অনেক খোজাখুজির পরও আশা অনুরুপ কোনও ফল পাই নি। আশা করছি আপনাদের কাছ থেকে এই সমস্যার প্রতিকার পাব । সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
Customer support service by UserEcho