+1

আমি শুধু মাত্র বাংলা টাইপ করতে পারি। ইংরেজী টাইপও করতে পরি। কিন্তু ইংরেজীতে কথা বলতে পারি না। আমি কি অনলাইন থেকে কোন টাইপিং জবের মাধ্যমে টাকা ইনকাম করতে পারব?

Muhammad Golam Sarowar 10 years ago 0
আসসালামুআলাইকুম। আশাকরি আপনারা সবাই ভাল আছেন। আমি একটি বিষয় জানার জন্য আপনাদের স্বরনাপন্ন হয়েছি। আমি জানি আপনাদের দ্বারাই আমার সমস্যা সমাধান হবে। কারণ বাংলার সব ব্রিলিয়ান্টরাই এখানে আছেন। যাক শুরু করি। আমার কম্পিউটার সম্পর্কে তেমন কোন ধারণা নেই। কিন্তু আমি ইন্টারনেট থেকে অর্থ উপার্যন করতে চাই। 2009 সাল থেকে আমি এই চেষ্টা করে যাচ্ছি। অনেক পিটিসি সাইটে কাজ করেছি। কিন্তু কোন টাকা পাই নাই। টানা দুই বছর আমি বিভিন্ন পিটিসি সাইটে শুধু ক্লিক করেই গেছি। লাভের মধ্যে লাভ হয়েছে প্রতি মাসে পকেট থেকে ইন্টারনেট বিল দিতে হয়েছে এবং চোখে একটি চশমা পেয়েছি বোনাস হিসাবে। ওডেস্কে আমার একাউন্ট আছে কিন্তু ইংরেজীর অজ্ঞতার কারণে সেখানেও কাজ করতে পারছি না।

আমি বাংলা এবং ইংরেজী টাইপ করতে পারি। এবং আমার টাইপ স্পীড মোটামুটি খারাপ না। আামার একটি কম্পিউটার কম্পোজের দোকান ছিল। আমি আমার এই অভিজ্ঞতা দিয়ে কি কোন ভাবে অনলাইন থেকে উপার্যন করতে পারব?

আমি জানি আপনাদের কাছে খুলে বল্লে অবশ্যই একটি সঠিক পরামর্শ পাব। তাই আপনাদের কাছে লিখলাম। দয়া করে উত্তর দিবেন।