0
Completed

আমার টিউনারশীপ ফিরে পেতে চাই

kamrulbhuiyan 11 years ago updated by Techtunes (Techtunes) 11 years ago 1
টিউনার আইডি: kamrulbhuiyan মেইল: kamrulislambp@gmail.com
যে টিউনের জন্য আমার টিউনারশীফ স্থগীত করা হয়েছে তার লিংক: http://www.techtunes.com.bd/wp-admin/post.php?post...
উল্লেখিত পোষ্টটি বার বার পেন্ডিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আর আমিও বার বার পারলিশ করছিলাম যার ফলে আমার টিউনারশীফ স্থগীত। প্রিয় মডারেটর, আমি বুঝতে পারছি যে কোন না কোন একটি অপরাধ করেছি। কিন্তু নির্দিষ্ট বুঝতে পারিনি যে কি কারনে আমার পোষ্টটি পেন্ডিংয়ে নেওয়া হয়েছিল? কারনটা যদি উল্লেখ করে দেওয়া হত তাহলে ফিউচারে সতর্ক হওয়ার জন্য একটা মেসেজ পেয়ে যেতাম। সবশেষে অনুরোধ করতেছি যেন আমার পোষ্টটির স্থগীতের কারন উল্যেখসহ আমার টিউনারশীফ ফিরিয়ে দেওয়া হয়। মডারেটরের প্রতি আন্তরিক শুভ কামনা রইলো।

Answer

Answer
Completed
প্রিয় টিউনার,

টেকটিউনস একটি ডেডিকেটেড সৌশল নেটওয়ার্ক শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য। টেকটিউনসে শুধুমাত্র আপনার বিজ্ঞান প্রযুক্তি চিন্তা ও ধারণার প্রয়োগ ঘটান এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে টিউন করুন। মনের আবেগ খেয়া্ল এসব চিন্তা ধারার মধ্যে শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক বিষয় গুলো নিয়ে টিউন করুন। বিজ্ঞান ও প্রযুক্তির ধ্যান ধারণার সাথে সম্পর্কিত নয় এমন টিউন টেকটিউনসে প্রাধান্য পায় না।

আর কোন সাইটের রিভিউ নিয়ে লিখতে গেলে সেই সাইটের সম্পূর্ন বিষয়ে অর্থাৎ A to Z উপস্থাপন করতে হবে। টেকটিউনসে ওয়েবসাইট রিভিউ নিয়ে লেখা যাবে। তবে তা অবশ্যই সুনির্দিষ্ট ও গঠনমূলোক হতে হবে। আপনি আপনার রিভিউ টিউনের আদর্শ হিসেবে http://www.techtunes.com.bd/review/tune-id/76329 এই টিউনটি দেখতে পারেন।

বিশেষ বিবেচনা সাপেক্ষে টিউনারশীপ রিস্টোর করা হল। পরবর্তী যে কোন টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে টিউনারশীপ স্থায়ীভাবে বাতিল করা হবে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

ধন্যবাদ।
Answer
Completed
প্রিয় টিউনার,

টেকটিউনস একটি ডেডিকেটেড সৌশল নেটওয়ার্ক শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য। টেকটিউনসে শুধুমাত্র আপনার বিজ্ঞান প্রযুক্তি চিন্তা ও ধারণার প্রয়োগ ঘটান এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে টিউন করুন। মনের আবেগ খেয়া্ল এসব চিন্তা ধারার মধ্যে শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক বিষয় গুলো নিয়ে টিউন করুন। বিজ্ঞান ও প্রযুক্তির ধ্যান ধারণার সাথে সম্পর্কিত নয় এমন টিউন টেকটিউনসে প্রাধান্য পায় না।

আর কোন সাইটের রিভিউ নিয়ে লিখতে গেলে সেই সাইটের সম্পূর্ন বিষয়ে অর্থাৎ A to Z উপস্থাপন করতে হবে। টেকটিউনসে ওয়েবসাইট রিভিউ নিয়ে লেখা যাবে। তবে তা অবশ্যই সুনির্দিষ্ট ও গঠনমূলোক হতে হবে। আপনি আপনার রিভিউ টিউনের আদর্শ হিসেবে http://www.techtunes.com.bd/review/tune-id/76329 এই টিউনটি দেখতে পারেন।

বিশেষ বিবেচনা সাপেক্ষে টিউনারশীপ রিস্টোর করা হল। পরবর্তী যে কোন টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে টিউনারশীপ স্থায়ীভাবে বাতিল করা হবে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

ধন্যবাদ।