0

আমি আমার ভুলের জন্য খুবই লজ্জিত, দয়া করে আমার টিউনারশিপ ফেরত দেবেন

Zillur Rahman 10 years ago 0

আমি টেক্টিউন্সের অন্যতম সদস্য,আমি টেক্টিউন্সকে এতো ভালবাসি যে তা ভাষায় প্রকাশ করবার নয়। একদিন টেক্টিউন্সে না ঢুকতে পারলে দম যেন বন্ধ হয়ে যায়। আমি পড়াশুনার পাশাপাশি এ যাবত ৭ টি টিউন করেছি। সেগুলো খুব ভাল না হলেও কেউ খারাপ বলবে না আশা করি।

আমি এই টিউনটি ( http://www.techtunes.com.bd/?p=388361&preview=true ) করার পর থেকে আর কোন টিউন এবং টিউমেন্ট করতে পারিনি। কারন এখানে adf.ly এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া ছিল। আসলে আমি জানতাম না যে এ রকম লিঙ্ক দেওয়া যাচ্ছেনা। ওনেকদিন পর এই টিউনটি করেছি তাই আপনাদের দেওয়া শর্তগুলি পড়তে খেয়াল ছিল না। আসলে আমি এসব লিঙ্ক দিতে চাচ্ছিলাম না, আমার এক ছোট ভাই আমাকে দিতে বাধ্য করেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত এসব লিঙ্ক দেওয়ার জন্য।

আমি আমার এসব ভুলের জন্য অত্যন্ত লজ্জিত এবং শোকাহত। তাই আমাকে টিউনারশিপ ফেরত দেওয়া হলে মানসম্মত টিউন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ্‌।