0

টেকটিউনের জন্য এক ক্ষতিকারক ব্যক্তি এবং অনেক বড় স্পামার "আলী ইষ্টোর বিডি"

Sultana Akter Chumki 10 years ago updated 10 years ago 0

"আলী ইষ্টোর বিডি" এই টিউনারকে নিয়ে আমার অনেক দিনের অভিযোগ। কিন্তু কখন রিপোর্ট করার সময় হয় না। তিনি প্রত্যেকটা টিউনে টিউমেন্টের মাধ্যমে তার ওয়েব সাইটের লিঙ্ক প্রমোট করেন। তাকে জিজ্ঞেসা করলে তিনি আবার স্বীকারও করেন। কিন্তু অনেক সময় তিনি একদম বারাবারি করে ফেলেন। তিনি আমাদের প্রান প্রিয় টেক টিউন থেকে টিউনার নিয়ে যাচ্ছেন। জানি, এতে কোন দোষ নেই। কিন্তু আপনারা একবার এই টিউনের (http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/412697) টিউমেন্ট গুলা দেখেন। দেখেন "আলী ইষ্টোর বিডি" নামের টিউনারটা কত বড় অন্যায় করেছে। আশা করি তাকে ব্যান করা হবে। আমি আবারও বলছি তাকে সতর্ক করে লাভ নেই। অনেক টিউনার তাকে অনেক বার সতর্ক করেছেন। কিন্তু তিনি মানেন নি। আবার আরেকটি বিষয়। তার সাইটের কোন মান সম্পন্নতা নেই। আমি তার সাইটের লিঙ্ক দিয়ে টেক টিউনের মান কমাতে চাই না। আপনারাই খুজে নিন। তার সাইটে বিভিন্ন খারাপ পোস্ট রয়েছে। যা অবশ্যই ১৮+। আমরা জানি টেক টিউনে অনেক ১৮- টিউনার রয়েছে। তারা তার সাইটটি থেকে কি শিখবে?


আমি যত দ্রুত সম্ভব সেই টিউনার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য এডমিন দের কাছে আবেদন জানাচ্ছি।


তার টিউনার আইডিঃ http://www.techtunes.com.bd/tuner/aliofficial