0
Completed

প্রোফাইলে ছবি দিতে পারছি না। টিউন এ থাম্বেইল ইমেজ দিতে বলে, কিন্তু থাম্বেইল দিলে ও পোষ্ট হচ্ছে না।

অন্বেষণ 13 years ago updated by Techtunes (Techtunes) 13 years ago 2
প্রোফাইলে ছবি দিতে পারছি না। টিউন এ থাম্বেইল ইমেজ দিতে বলে, কিন্তু থাম্বেইল দিলে ও পোষ্ট হচ্ছে না। সমাধান চাই। 

Answer

১। টেকটিউনসে প্রোফাইল পিকচার দেখানোর জন্য গ্রাভাটার (Gravatar) নামক সার্ভিস ব্যবহার করা হয়। আপনি যে ইমেইল এড্রেস ব্যবহার করে টেকটিউনসে রেজিস্ট্রেশন করেছেন সেই একই ইমেইল এড্রেস ব্যবহার করে Gravatar -এ ও রেজিস্ট্রেশন করুন। আর আপনার এই ইমেইলের অধিনেই আপনার পছন্দের প্রোফাইল পিকচার সেট করুন। অর্থাৎ  আপনার ইমেইল এড্রেসটি আইডি হিসেবে ব্যবহৃত হয়ে Gravatar থেকে Techtunes এ আপনার পিকচার টি দেখাবে/ব্যবহার করবে। অর্থাৎ টেকটিউনসে আর গ্রভাটারে একই ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রশন করতে হবে। গ্রাভারটারের মাধ্যমে ধাপে ধাপে প্রোফাইল পিকচার যুক্ত করার জন্য এই টিউনটি দেখুন।

২। টিউন থাম্বনেইল দেয়া খুবই সহজ। সঠিকভাবে টিউন থাম্বনেইল দেয়ার পদ্ধতি জানতে এই টিউনটি দেখুন।


এছাড়াও টেকটিউনস সংক্রান্ত কোন প্রশ্ন/সমস্যা থাকলে আপনি টেকটিউনস সজিপ্র দেখতে পারেন।


মেতে উঠুন প্রযুক্তির সুরে
ধন্যবাদ।
@টেকটিউনস আসলে প্রোফাইলে ছবির ব্যাপারে টেকটিউনস লোকাল এভাটার প্লাগিংসটা ব্যাবহার করলে হয়। যদিও মেহেদী ভাই এ ব্যাপারে আমার চেয়ে অনেক ভাল জানেন।

@অন্বেষন টিউনে থাম্বনেইল ইমেজ দেবার জন্য ইমেজটি আপলোড করে জাস্ট "Use as fetured image" টি চেক করে দিন।