টিউন থেকে লিঙ্ক মুছে দেয়া হয় কেন?
এটি থেকে আমার গ্রুপের লিঙ্কটি মুছে দেয়া হয়েছে। আমি এডিট করে আবার লিঙ্ক দেয়ার পর সিরিয়াল থেকে বাদ হয়ে গেছে। আমি কি পোস্ট এর নিচে ছোট করেও আমার একটা লিঙ্ক দিতে পারব না? যদি এটা নীতিমালা ভঙ্গ করে, আমার পক্ষে এই নীতিমালা মেনে নেয়া সম্ভব না।
আমি এতটা নিঃস্বার্থ নই যে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো। এডমিন কে বলছি, জবাব দিন।
আমার মত একটা বাজে লেখক না হলেও টেক্টিউন আগের মতই চলবে। কিন্তু এভাবে কতদিন। আজকে অবুঝ বাঙালি যাবে। কালকে আরেকজন যাবে। টেকটিউনের সফলতা কিন্তু আমাদের কারনেই। তাই বলছি ভেবে দেখুন। নইলে, সাফ বলে দিন আপনাকে প্রয়োজন নেই।
Answer
বিনা নোটিশে এধরনের কর্মকান্ড টিটির পরিবেশ নষ্ট করছে। পরপর আমার দুইটি টিউন সরানো হল কোন কারন না দর্শিয়ে। মনে হচ্ছে এবার টিটি ছাড়তে হবে।
আপনি আপনার টিউনে যে লিংক ব্যবহার করেছেন তা কোন কারণ ছাড়াই হেডিং হিসেবে h2 করে রেখেছেন। আপনি অব্যশই আপনার টিউনে নিজের লিংক ব্যবহার করতে পারবেন। তবে লিংক এভাবে হেডিং করে নয়। আপনার টিউন আপনি সম্পাদনা করতে গিয়ে নিজেই চেইন থেকে বিছিন্ন করে ফেলেছেন টেকটিউন থেকে নয়। চেইন টিউন সম্পাদনা করলে তা চেইন থেকে বিছিন্ন হয়ে যায়।
ব্লগিং একটি শিল্প তাই এটি স্বার্থ নয় বরং নিজের মানসিক উৎকর্সতা বৃদ্ধির জন্যই নিজের জ্ঞান শেয়ার। তাই ভিজিটর নিজের সাইটে বা পেইজে রিডাইরেক্ট কখন মূল উদ্দশ্য নয় বরং নিজের জ্ঞানকে সঠিক ভাবে অন্যর কাছে তুলে ধরার একটি মাধ্যম। তাই নিজের লিংক সৌজন্য হিসেবে দেওয়া যেতেই পারে এবং টেকটিউনস নীতিমালায় তার উল্লেখ ও আছে। কিছু তা অবশ্যই এমন ভাবে নয় লিংকে হেডিং হিসেবে ব্যবহার করে।
Customer support service by UserEcho
আপনি আপনার টিউনে যে লিংক ব্যবহার করেছেন তা কোন কারণ ছাড়াই হেডিং হিসেবে h2 করে রেখেছেন। আপনি অব্যশই আপনার টিউনে নিজের লিংক ব্যবহার করতে পারবেন। তবে লিংক এভাবে হেডিং করে নয়। আপনার টিউন আপনি সম্পাদনা করতে গিয়ে নিজেই চেইন থেকে বিছিন্ন করে ফেলেছেন টেকটিউন থেকে নয়। চেইন টিউন সম্পাদনা করলে তা চেইন থেকে বিছিন্ন হয়ে যায়।
ব্লগিং একটি শিল্প তাই এটি স্বার্থ নয় বরং নিজের মানসিক উৎকর্সতা বৃদ্ধির জন্যই নিজের জ্ঞান শেয়ার। তাই ভিজিটর নিজের সাইটে বা পেইজে রিডাইরেক্ট কখন মূল উদ্দশ্য নয় বরং নিজের জ্ঞানকে সঠিক ভাবে অন্যর কাছে তুলে ধরার একটি মাধ্যম। তাই নিজের লিংক সৌজন্য হিসেবে দেওয়া যেতেই পারে এবং টেকটিউনস নীতিমালায় তার উল্লেখ ও আছে। কিছু তা অবশ্যই এমন ভাবে নয় লিংকে হেডিং হিসেবে ব্যবহার করে।
আপনার টিউনটি টেকটিউনস থেকে সংশোধন করে চেইনে অন্তর্ভুক্ত করা হল।