সাহায্য চাই
আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে ও অশেষ কৃপায় ভালো আছেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ একটি বিশেষ অনুরোধের জন্য আপনাদের কাছে আমার এই লেখা।
আমি আই এস পির ব্যবসায় জরিত অনেক দিন ধরেই। অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে বিভিন্ন ভাবে। আমি যার থেকে মেইন লাইন নিয়েছি তার থেকে তেমন সুবিধা পাইনা তারপরেও আমার চলে যাচ্ছিলো। ইদানিং আমি একটা বেশ গুরুতর সমস্যায় পরে আছি, আমার আই এস পিকে (সেও রেসেলার) বলার পরেও সে আমার কথার কোনো পাত্তাই দিচ্ছে না। আমি তাকে বলেছিলাম আমার YOUTUBE Bandwidth কন্ট্রোল করার জন্য আমাকে একটি সিস্টেম করে দেয়া হক যাতে আমি প্রতি ক্লায়েন্টকে আলাদা আলাদা ভাবে একটি নির্দিষ্ট পরিমান ব্যান্ডউইথ ( স্পিড ) দিতে পারি। কিন্তু আমার আই এস পি (সেও রেসেলার) সে কথা কানেই তোলে না। এতে করে আমার প্রতিমাসে youtube bandwidth দিগুন করে কিনা লাগছে। এখন বুঝতে পারছি সে আমার কথা কানে না তোলার কারন হচ্ছে যাতে আমার youtube bandwidth আরো কিনতে বাধ্য করে।
আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমাকে সাহায্য করুন। আমাকে এমন কোনো লিংক কিংবা টিউটোরিয়াল সন্ধান দিন যাতে করে আমি আমার youtube bandwidth কে কন্ট্রোল করতে পারি। আমি অনেক আই এস পির ওয়েব সাইটে দেখেছি তারা একটি প্যাকেজ ের সাথে ১০ এমবি ২০ এবি bandwidth দিচ্ছে আমি আসলেই সেই সিস্টেম টাকেই চাচ্ছি।
আমার লেখায় কিংবা কথায় কোনো ভুল থাকলে ক্ষমা করবেন। আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখবেন ভাইয়া।
ভালো থাকবেন। ধন্যবাদ
আল্লাহ হাফেয।
Customer support service by UserEcho