0
Completed

আপনারা নিছক ধারণার বশবর্তী হয়ে আমার টিউনারশীপ বাতিল করতে পারেন না

Habib2013 11 years ago updated by Techtunes (Techtunes) 11 years ago 6

আপনার এই জবার শুনে আমি হতবাক। আরে ভাই আমি ১জন কওমী মাদারাসার ছাত্র। সিলেট থাকি। ভালো করে ইংরেজিও জানি না। প্রযুক্তিকে ভালোবাসি বলে টেকটিউনসের সাথে পরিচয়। আমি যা লিখি একান্ত আমার নিজের পক্ষ থেকে। কেউ কোনোদিন দাবী /প্রমাণ করতে পারবে না যে আমি কারো কোনো লেখা কপি পেস্ট করেছি। এটা অসম্ভব। answersbd তে আমার সাহায্য ছদ্মনামে একটা একাউন্ট আছে। এরকম প্রমাণ ছাড়া হাস্যকর একটা অজুহাত খাড়া করা আমার কাছে বেশ রহস্যময় মনে হচ্ছে। আমি অজপাড়া গায়ের ১জন ছেলে। বাংলা অনলাইন কমিউনিটির সাথে আমার কোনো জানাশোনা নেই। https://www.facebook.com/habibul.haq.750- এটি আমার ফেবু আইডি। আমি ১জন অতি সাধারণ অন্য দশজনের মতো অনলাইন ব্যবহারকারী। খোদার কসম! টেকটিউনসের কাউকে আমি চিনি না। কারো সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, আলাপ নেই।  বিশ্বাস করুন আমি খুবই আশ্চর্য হচ্ছি, যে বিষয়ের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই সেই বিষয়ের সাথে আপনারা আমাকে জড়িয়ে ফেলছেন। আর হাদীস টিমের কাউকে তো আমি চিনি না। সেক্ষেত্র হাদীস নিয়ে করা দাবী নিছক আপনাদের ধারণা মাত্র। আমি কোনো ক্রমেই আপনাদের উল্লেখ করা অভিযোগের সাথে জড়িত নই। দরকার হলে স্কাইপে কল দিতে পারেন। hhaque92 অথবা মোবাইলও করতে পারেন ০১৭৭৫ ২৮৩২৫৮।  থাকে দরকার হলে আমি তার সাথে সিলেটে আপনাদের কোনো লোক যদি থাকে প্রয়োজনে আমি তার সাথে দেখা করবো। তবুও আমি চাই আপনাদের এই ভ্রম কাটুক। শুধু শুধু কেন অহেতুক ধারণা করে আপনারা আমার টিউনারশীপ বাতিল করবেন। আর লেখা যদি কারো ভালো লাগে সে সাপোর্ট দিতে পারে। সাপোর্ট দিলেই কি একদল বা গোষ্ঠীর হয়ে যাবে এটা কেমন কথা?

আরেকটা কথা, প্রথমেই বলেছি, আমি কওমী মাদরাসার ১জন ছাত্র। আর আমি একজন ধার্মিক মানুষ। তাই আমার লেখার মাঝে ধর্মের ছাপ থাকাটা স্বাভাবিক। আর আমি সক্রিয় কোনো রাজনীতির সাথে জড়িত না। জামায়াত-শিবিরের সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না। যেহেতু ওদের সাথে আমাদের আদর্শিক অমিল আছে। আপনার জবাব শুনে আমার মনে হয়েছে আপনারা আমাকে হয়তো কোনো রাজনৈতিক সঙ্ঘঠন বা নিষিদ্ধ সঙ্ঘঠনের সাথে জড়িত মনে করেন। বিষয়টি মোটেই অনুরূপ নয়। হায়, আমার যদি স্বামর্থ থাকতো তাহলে আমি ঢাকায় এসে আপনাদের সাথে দেখা করতাম! আর আমার মেঝো দাদাকে (মরহুম উবায়দুল হক সাহেব)হয়তো আপনারা চিনে থাকবেন। উনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতীব ছিলেন। এজন্য বললাম, যাতে আপনারা আমার সম্পর্কে এটা মনে না করেন হয়তো আমি চাপা ছাড়তেছি, কিংবা প্রহসন মূলক আচরণ করতেছি। বিশ্বাস করুন আমি একেবারে সাদা মনে আপনাদেরকে আমার বাস্তবতা তুলে ধরেছি। কারণ ১ জন মানুষকে একেবারেই বানোয়ট-ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত করা মানবতার বিপরীত। এই যে আপনারা আমাকে একেবারে কোনো কারণ ছাড়াই আপনাদের কল্পনা প্রসূত অভিযোগ দ্বারা আমাকে ব্যান করেছেন ১দিকে হাস্যকর, কাকতালীয় ও অন্যদিকে আমার মনে প্রচন্ড ব্যাথা পেয়েছি। প্লিজ, আপনারা আমাকে বোঝার চেস্টা করুন। 

আর যতো সমস্যার মূল যা আমি মনে করছি- নিক নেম ব্যবহার করাটা। ওটাই সারা ঝামেলা বাধিয়েছে!

আচ্ছা আপনাদের মধ্যে কি কোনো চিন্তাশীল ব্যক্তি নেই যে আমার বিষয়টার যথার্থ অনুসন্ধান করে সিদ্বান্তে পৌছাবে!! 

আলোচিত টপিকের লিঙ্কঃ

http://techtunes.userecho.com/topic/308740-/

এমন কী আপনি টেকটিউনস কমিউনিটির মাধ্যমে হাদিস তৈরি করলেও "টেকটিউনস" নাম বা কৃতঙ্গতা প্রকাশ করেননি এবং শুধু মাত্র দল গঠনের উদ্দেশেই টিউন করছেন।


আপনারা কেবল ধারণার উপর ভিত্তি করে কথা বলছেন। যেমন রং নাম্বারে কেউ কল করে তার বন্ধু মনে করে অপরের কাছে বন্ধু সুলভ কথা বলে- ঠিক এখানে এই রকম একটা কাহিনী ঘটেছে। হাদীস প্রজেক্ট কারা করে, কীভাবে করে তা জানা তো আমার জন্য দূরের কথা আমি তো তাদের কাউকে চিনিই না। তাই কৃতজ্ঞতা প্রকাশের প্রসঙ্গ কেবল ধারণার উপর ভিত্তি করে অপ্রাসঙ্ঘিক ভাবে এসেছে আমি মনে করি।

আচ্ছা আমি যতগুলো পোস্ট করেছি, আমি যদি আপনাদের কাছে রিকুয়েস্ট করি ডিলিট করার জন্য তাহলে কী আপনারা আমার পোস্ট ডিলিট করে দিবেন?  আমি চাচ্ছি আপনারা আমার বিগত দিনের সব পোস্ট গুলো ডিলিট করে দিন... এতোটুকূতে কার্পণ্য করবেন না আশা করি! ধন্যবাদ। 

টেকটিউনসে আপনার টিউনার আইডি দিন। হয়ত একই রকম অন্য টিউনের রিপ্লাই আপনাকে করা হয়েছে। আপনার সমস্যা রিভিউ করা হবে।

আপনাদের ইতিবাচক পদক্ষেপে হয়তো আমি আশাবাদি। আমার আইডিঃ

http://www.techtunes.com.bd/tuner/habib2013

বিঃ দ্রঃ গত ৪/৯/১৩/ থেকে আমার বাংলালায়নের বিল না দেয়ায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে। তাই নানার বাসায় এসে পোস্ট করেছি ও রিপ্লাই দিচ্ছি। তাই দেরিতে রিপ্লাই দেবার জন্য দুঃখিত।

আপনার টিউনারশিপ রিস্টোর করা হয়েছে।

আলহামদুলিল্লাহ্,
ভ্রান্তির কালো ছায়া অবশেষে দূর হলো...
খুব কষ্ট পেয়েছিলাম...
মনের গহীন থেকে টি.টি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ন্যায় ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
আবারো ধন্যবাদ।