+1
Completed

মিডিয়া লাইব্রেরী থেকে ছবি আপলোড করার অপশনটি হারিয়ে গেছে। ছবি আপলোড করব কিভাবে?

অদৃশ্য 13 years ago updated by Techtunes (Techtunes) 13 years ago 6

 মিডিয়া লাইব্রেরী থেকে ছবি আপলোড করার অপশনটি হারিয়ে গেছে। ছবি আপলোড করব কিভাবে?

এখন পূণরায় চেক করুন।

আপনি আপনার টিউনার রাইটিং প্যানেলের ডানদিকে উপরে "Screen Option" এ ক্লিক করে "Tune Images" অপশনটি টিক দিয়ে দিন তাহলে আপনি আবার আগের মত ছবি আপলোড করতে পারবেন। আপনার সমস্যার সমাধান না হলে স্ক্রিন সট আপলোড করে দিন টেকটিউনস ডেস্কের এই reply এ। ধন্যবাদ।

হয়নি, দুটো স্ক্রীনশট দিলাম, টিউন ইমেজ নামের কোন অপশনই নেই। মিডিয়া লাইব্রেরীর স্ক্রীনশটটাও খেয়াল করুনঃ


১। মিডিয়া লাইব্রেরীঃ



২। স্ক্রীন অপশনঃ


মিডিয়া থেকে এখন আর কোন প্রকার ইমেইজ আপলোড করা যায় না। প্রতিটি টিউনের জন্য নিজ নিজ ইমেইজ আপলোড করা যাবে।







কিন্তু মুস্কিল হল, এটার মাধ্যমে একটা ছবি আপলোড করলেই পরের ছবি আপলোড করবার সময় এটা হারিয়ে যায়, যার জন্য বার বার ড্রাফ্‌ট সেভ করে আসতে হয়। কি যে ভয়ংকর এই অসুবিধাটা, বেশ কিছু ছবিসহ একটা টিউন করলেই টের পাবেন। (এনড্রয়েড অ্যাপলিকেশন নিয়ে সিরিজ টিউন করছি, যেখানে স্ক্রীনশট জরুরী)


আগের অপশনটি কি কোনভাবে ফেরত আনা যায় না - আমার তো মনে হয় ফিরিয়ে আনাটা খুব একটা জটিল কোন কাজ নয়।


অনুরোধ করছি। প্লিজ......

Bulk Image Upload এ কিছু সিউরিটি ইস্যু জড়িত থাকায় Bulk Image Upload অপশনটি বন্ধ রয়েছে। আপনার সমস্যাটি ঠিক করা হয়েছে। আশা করি এখন ইমেইজ আপলোডের পর ইনসার্ট করলে আর হারিয়ে যাবে না। তবে যদি আবারও সমস্যার সম্মুখিন হন তবে নির্দ্বিধায় আমাদের জানান। আপনার এনড্রয়েড অ্যাপলিকেশন চেইন টিউনটি খুবই চমৎকার হচ্ছে আপনি কন্টিনিউ করুন। অনেক ধন্যবাদ আপনাকে।