0
Completed

নিজের কমেন্টের লিস্ট দেখা যায় কি ভাবে??

ostad_zee 15 years ago updated by সাইফুল ইসলাম 13 years ago 1
আমি যে যে পোষ্টে কমেন্ট করি তা কি লিস্ট আকারে দেখার কোন ব্যবস্থা আছে??? আমার কমেন্টের কোন জবাব দিলে কি আমাকে জানানোর কোন ব্যবস্থা আছে??
হ্যা ভাইয়া। অবশ্যই ব্যবস্থা আছে। প্রথমে আপনি আপনার একাউন্টে লগিন করে http://techtunes.com.bd/wp-admin/edit-comments.php লিংকটিতে যান। তারপর সার্চ বক্সে আপনার পাবলিক নেম দিয়ে কমেন্ট সার্চ করুন। তাহলেই আপনি আপনার সবগুলো কমেন্ট একসাথে দেখতে পাবেন।

আর কেউ যদি আপনার কমেন্ট এর জবাব দেয় তাহলে ওই জবাবটি আপনাকে ই-মেইল করা হবে। ইমেইল চেক করলেই কমেন্ট-এর জবাব দেখতে পাবেন।

ধন্যবাদ। ভাল থাকবেন।