0
Completed

টিউনার শিপ ফেরত দিয়ে আমাকে আর একটি বার সুয়োগ দেওয়া হোক

goljar 10 years ago updated by Techtunes (Techtunes) 10 years ago 3
  1. টিউনার আইডি: http://www.techtunes.com.bd/tuner/goljar
  2. টিউনের লিংক (যে টিউন স্থগিত হয়েছে) :http://www.techtunes.com.bd/?p=297443
  3. নিজ থেকে বুঝতে পারা টিউন স্থগিতে কারণ : অজ্ঞতা বশত: বিজ্ঞান ও প্রযুক্তি বহির্ভুত বিষয়ের অবতারনা করা কারনে আমার টিউনার শিপ স্থগিত হয়ে থাকতে পারে। টেলিভিশনে ফিলিস্তিনি নারীও শিশুর লাশ দেখে  শুধুমাত্র বিবেকের দায় থেকে আমার ২৯০০ শব্দের এই দীর্ঘ প্রতিবেদনটি টেকটিউন্স এডমিনকে একবার পুরোটা পড়ার অনুরোধ করছি। আয়রন ডোম সিস্টেম, হোয়াইট ফসফরাস বোমা ই্ত্যাদি বৈজ্ঞানিক টার্মগুলো লেখাটিতে ছিল।যাইহোক আসলে নীতমালা সম্পর্কে স্পষ্ট ধারনা হয়ত নিতে পারিনাই  ফলে এমনটি হয়েছে। কথা দিচ্ছি এমনটি আর হবে না। আশা করি ক্ষমা সুন্দুর দৃষ্টিতে দেখবেন।
-- আমি নিজ থেকে টেকটিউনস নীতিমালা ভঙ্গের বিষয় বুঝতে পেরেছি এবং টেকটিউনসের অনন্যা সকল নীতিমালা সম্পর্কে অবগত হয়েছি। আমি সম্মতি জানাছি যে আমার টিউনারশীপ ফেরত দেওয়া হলে আমি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গ হয় এমন কোন কাজ আমার টিউন ও টিউনে প্রকাশ পাবে না। যদি পুনরায় কোন নীতিমালা ভঙ্গ হয় তবে টেকটিনস থেকে স্থায়ী ভাবে আমার সকল টিউন স্থগিত ও টিউনারশীপ স্থগিত করা সহ যে কোন ব্যবস্হা গ্রহণ করতে পারবে।

Answer

Answer
বিশেষ বিবেচনা সাপেক্ষে টিউনারশীপ রিস্টোর করা হল। পরবর্তী যে কোন টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে টিউনারশীপ স্থায়ীভাবে বাতিল করা হবে।
Completed
আপনার বেশির ভাগ টিউনই পেন্ডিং করা হয়েছে কপি পেষ্ট ও টেকটিউনস নীতিমালা ভেঙ্গে টিউন করার কারনে। আপনার টিউনার আইডি ফিরিয়ে দেয়া হলে পরবর্তি টিউনের ক্ষেত্রে টেকটিউনস নীতিমালা মানবেন তার নিশ্চয়তা কি? এই টপিকের মাধ্যমে সঠিক নিশ্চয়তা প্রদান করুন।
আমি এই মর্মে নিশ্চয়তা প্রদান করছি যে, পরবর্তীতে আমার টিউনার শিপ বাতিল
হলে। আমি আর আপনাদের বিরক্ত করবনা। টেকটিউনস এর নিকট আমার অনেক ঋণ , আমার
যা কিছু জানা ও শেখা তার সবটুকুই আপনাদের নিকট হতে । তাই আমাকে এভাবে
বঞ্চিত করবেন না।

মেহেরবানীকরে আমার টিউনার শিপ ফেরত দেওয়া হলে বাধিত থাকব।

বিনয় প্রকাশে ,
মোঃ গোলজার হোসেন।
Admin
http://amiodhara.blogspot.com
Answer
বিশেষ বিবেচনা সাপেক্ষে টিউনারশীপ রিস্টোর করা হল। পরবর্তী যে কোন টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে টিউনারশীপ স্থায়ীভাবে বাতিল করা হবে।