
0
টিউনারশীপ ফিরে পেতে চাই
- ১. টিউনার আইডি : kamrulbhuiyan
- ২. টিউনের লিংক: গতকাল আনন্দ বাজার পত্রিকার অনলাইন পোর্টালে মাশরাফি বিন মর্তুজার করা মন্তব্য “ভারতকে হারানো সম্ভব” নিয়ে ভারতীয়দের জঘন্য কমেন্টগুলো দেখুন....
তারপরও এডমিনের কাছে আমার একটি প্রশ্ন। আমিতো কোন কপি পেষ্ট করিনি, কারো লেখা চুরিও করিনি। দেশে ঝামেলা বা বিশৃঙ্খলা বাধতে পারে এমন কোন টিউনও করিনি তাহলে কেন আমার টিউনারশীপ বাতিল করা হলো। আমিতো একটি সচেতনতা মূলক একটি পোষ্ট লিখছি যেখানে ভারতীয়রা আমাদেরকে এত বাজেভাবে অপমান করে সেখানে ঐ সমস্ত বাংলাদেশী ভারতীয় সাপোর্টারদের সচেতনতা বৃদ্ধির জন্যই আমার পোষ্টটি ছিল। জানি আমার পোষ্টটি কোন ধরনের আইটি বিষয়ক ছিলনা কিন্তু সামান্য এর জন্য আমার টিউনারশীপ বাতিল করা কতটুকু যুক্তিযুক্ত ছিল সে প্রশ্নটি রয়েই গেল। কারণ এরকম হাজারও পোষ্ট রয়েছে যেগুলো কোন ধরনর আইটি বিষয়ক নয়। কিছু মনে করেন কিনা জানিনা, এই টেকটিউনস আজ আমাদের মত কিছু টিউনারের কারণেই এত জনপ্রিয়, এত ভিজিটর, যার ফলে আপনারা আজ এই টেকটিউনস দিয়ে দারুন ব্যবসাও চালিয়ে যাচ্ছেন। কৈ ডিসপ্লেতে সারাদিন প্রদর্শিত হওয়া আপনাদের বিজ্ঞাপনগুলোতেতো আমরা কোন ধরনের বিজ্ঞান ভিত্তিক/টেক বিষয়ক কছিু পািইনা বরং আপনাদের বিজ্ঞাপনের (কমার্সিয়াল) দরুন আমাদের বাড়তি ব্যান্ডউইথ নষ্ট হচ্ছে। অহংকার করছিনা, আমিতো একজন শত টিউন করা টিউনার। আমিতো নূন্যতম সম্মানের দাবী করতেই পারি (যাক সম্মান পাই বা না পাই সেটা আপনাদের ব্যাপার)। আমার টিউনটিতো একবারের জন্যও স্থগিত করা হয়নি, যদি একবার স্থগিত করা হত তাহলেতো অন্তত সতর্ক হওয়ার সুযোগ পেতাম। অথচ কোন ধরণের স্থগিত করা ছাড়াই কোন প্রকার রিজন বর্ননা ছাড়াই আমার টিউনারশীফ কেড়ে নেওয়া হল। আপনাদের এমন রুড় আচরনে যে কেউ কষ্ট পেতেই পারে, আর এটাই স্বভাবিক। পরিশেষে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তোবা অনেক বেশিই বলে ফেলেছি।
Customer support service by UserEcho
[বিঃদ্রঃ- কিছুদিনের জন্য এখানে রেজি খুলে দেয়া হয়েছে। তাই টিউনার হয়ে জান এখনই]
প্রযুক্তি জানতে থাকুন। প্রযুক্তির সাথেই থাকুন।