+1
Completed

আমার খুব কষ্ট লাগে.......................

kolkata 14 years ago updated by Techtunes (Techtunes) 14 years ago 4
টেকটিউনস আর পাঁচটা সাধারণ ব্লকের মত নয়।
একটি বিজ্ঞান সম্মত সাইট...যেখানে বিজ্ঞানের সাথে সামাজে চলার দিক খুলে দেয়..
অজানাকে জানা যায়.............
তাই তো আমি দুই বাংলার ১নং সাইটে এসেছে ভারতে থেকেও এখানে লিখতে......

http://techtunes.com.bd/reports/tune-id/54421/

এখানে এই জাতীয় পোষ্ট কি মানায়??

নিজের দেশকে সবাই ভালোবাসে...
তাই বলে অন্যদেশকে আক্রমণ করা....সেই দেশকে নিচু করা....
এইটা কোনো সভ্য সমাজ মানতে পারে না......
আপনিও একটি সভ্য সমাজের নাগরিক....

আমি কখনো ভাবতেও পারিনি যে ......আপনাকে এই বিষয়ে জানাতে হবে............
ব্যাপারট একটু দেখলে খুশি হবো....কারণ..
কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই----techtunes হলো....
'গাহি সাম্যের গান /যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান'
এই উক্তিটির মর্যাদা রাখবেন.......
এই রকম পোষ্ট বারবার আসে...নীতিমালা আছে..আরোও কঠোর ভাবে কি প্রয়োগ করা যায় না?
.....ধন্যবাদান্তে,কলকাতা
আসলে এধরনের টিউন টেকটিউনসে কখনই কাম্য নয়। তবে প্রতিটি দেশেই এধরনের সমস্যা থেকেই থাকে। টেকটিউনস প্রযুক্তির আড্ডাখানা। তাই টেকটিউনসের সাথেই থাকুন। আর নীতিমালার প্রয়োগ যেন আরও কার্যকর হয় সেদিকে আগামীতে খেয়াল রাখার চেষ্টা করা হবে আশা করি। আপনাকে ধন্যবাদ।
প্রিয় কলকাতা, আপনার শেষ টিউনের প্রতিবাদ সত্যিই যুক্তি সংগত। উক্ত টিউনটি স্থগিত করা হয়েছে এবং এধরনের টিউনের ক্ষেত্রে আগামীতে নীতিমালার সুষ্ঠু প্রয়োগ করা হবে হবে। আপনি আমাদের মাঝ থেকে হারিয়ে যান তা আমরা কখনই চাই না। আশা করি আপনি আপনার শেষ টিউনে মন্তব্য সবার জন্য উনমুক্ত করে দিবেন। এবং টেকটিউনসের সাথে থেকে আপনার অনন্য ও মেধাবি টিউন দিয়ে টেকটিউনসকে সমৃদ্ধ করে যাবেন। ধন্যবাদ।
**প্রযুক্তি ছাড়া মানুষ চলতে পারে না..আমি চাই সেই প্রযুক্তি বিভাগ কোন কারণে কুলসিত না হয়..কেউ যে নো অভিযোগ না তোলে ...
আমি.....
techtunes ছেড়ে থাকতে পারবো না তাই আমি techtunes ছেড়ে যাবো না..
আমি এখানে যে আন্তরিকাতা পেয়েছি আমি তা কোন দিনও ভুলবো না...আর বিতর্ক সব জায়গায় থাকে..
এই নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে একটি নতুন ভাবনা পোষ্ট করলাম..টেকটিউনস ডেস্কে....আপনার মতামত দেবেন...
ভালোবাসা সহ, কোলকাতা
কলকাতা, আপনি টেকি টিউন করুন। ভ্রমনকাহিনী জানতে হলে আমরা নেটে খুঁজলেই পাব। আমরা জানি আপনার মেধা আছে টেকি টিউন করার। তাই বলি কি সাহিত্য একটু স্থগিত থাকুক? টেকনলজির জয় হোক ?