পোস্ট এর মান উন্নয়ন ,সেই সাথে একটি আবেদন ।
টেকটিউনস এ আছি প্রায় ২ বছর ধরে । আমি অবশ্য টিউন করি না কেননা এখনও
নিজেকে টিউন করবার মত যোগ্য মনে করি না । তাই আবেগ নিয়ে কিছু বলছি আশা করি
আমার আবেদন টি একটু বিবেচনা করে দেখবেন ।
" ইদানিং টেকটিউনস এ কতিপয়
টিউনার এর সংখ্যা এত বেড়ে গেছে যে , তাদের টিউন দেখলে মাথা গরম হয়ে যায় ।
তাদের টিউন গুলো এমন মানের যে তাতে কোন বিশ্লেষণ বা বিষয়ক পোস্ট সম্পর্কে
পুরোপুরি না জেনে টিউন করা । তারা তাদের টিউন এ এমন ভাব দেখায় যে তারা ওই
বিষয়ে এক্সপার্ট কিন্তু বস্তুত তাদের টিউন এ এর ছিটে ফোটাও প্রকাশ পায় না ।
বিশেষ করে ফ্রি নেট বিষয়ক যে গদ বাধা টিউন গুলো "
তারা ১০ -১৫ লাইন
লিখেই বা কপি পেস্ট করেই নিজেদের বড় টিউনার ভাবতে শুরু করছে ,সেই সাথে
নিজেদের ফ্যান পেজ বা ফ্রী ব্লগ সাইট গুলো তে টেনে নিচ্ছে ।
আমার কথা
হল , আপনারা ভাল মানের টিউন করুন , টিউন করার পূর্বে সেই সম্পর্কে নেটে
সার্চ করুন তার পর ভাল টি গ্রহন করে টিউন করুন । তাহলে আমরা অবশ্যই তাদের
ব্লগ বা ফ্যান পেজ ফলো করব ।
আমার এমন কাঁচা হাতের লিখা অভিযোগ এ যদি
কোন ভুল ত্রুটি থেকে থাকে তবে আমাকে ক্ষমার চোখে দেখবেন । আশা করি টেকটিউনস
এর এডমিন বা মডারেটর রা টিউন এর মান উন্নয়নে নজর দিবেন ।
Answer
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মতামত টেকটিউনস থেকে বিবেচনা করা হবে।
Customer support service by UserEcho
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান মতামত টেকটিউনস থেকে বিবেচনা করা হবে।