0
টিউনারশিপ ফিরে পেতে আবেদন
১.০২ সকল টিউনের মূল ভাষা অবশ্যই বাংলায় এবং টিউনে কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে, ইংরেজি বা অন্য কোন ভাষায় টিউন করা যাবে না। ফোনেটিক ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।
১.০৩ ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।
১.০৩ ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।
- টিউনার আইডি: ukmmilton
- টিউনের লিংক (যে টিউন স্থগিত হয়েছে) : http://www.techtunes.com.bd/?p=385028&preview=true
- নিজ থেকে বুঝতে পারা টিউন স্থগিতে কারণ : আমি টেকটিউনস এর উপরে উল্লেখিত নীতিমালা গুলো না মেনে টিউন করেছি। এটা আমার ভুল এর কারনে হয়েছে। আমি ইংরেজি লেখা ব্যবহার করে টিউন করেছিলাম। তাছাড়া বাংলা শব্দ কম ব্যবহার করেছিলাম । আমি আরও স্বীকার করতেছি যে আমি টিউনটিতে ভালো ভাবে সব বিশ্লেষণ না করে টিউন করেছিলাম। আর টিউনে সর্ট লিঙ্ক ব্যবহার করেছিলাম। টেকটিউন্স এটা বুজতে পারায় আমার টিউন টি স্তগিত করে। আমি আমার নিজের ভুল বুজতে পেরে লজ্জিত। আমি আর কখনোয় এ ধরনের টিউন করবো না । সবার উপকারে যাতে আসে এবং টেকটিউনস নীতিমালা সহ সবার মতামত দেখে ভালো করে যাছাই করে টিউন করবো। আমি টেকটিউনস কে অনুরোধ করছি আমার টিউনারশিপ টি ফিরিয়ে দেওয়ার জন্য।
Customer support service by UserEcho