+1
Completed

আমার টিউন কে নির্বাচিত করা হচ্ছেনা কেন???

Rokibul Haque 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 1

আমি গত ১১ই মে তে টেকটিউনসে একটা প্রোগ্রামিং টপিক নিয়ে একটা ইউনিক পোষ্ট করেছিলাম। পোষ্টের লিঙ্কঃ http://www.techtunes.com.bd/programming/tune-id/207261

পোষ্ট টি ছিল ১০০% ইউনিক আর বহুল তথ্যভিত্তিক পোষ্ট। এরকম একটা পোষ্ট বর্তমানে আমাদের টেকনলজির জন্যেও যুগোপোযোগী। টিউনটি প্রকাশিত হবার পর থেকেই পাঠকরা এটিকে নির্বাচিত করার জন্য ভোট প্রদান করেছে। তবুও পোষ্টটিকে নির্বাচিত করা হচ্ছেনা। বরং পুরাতন টিউনগুলোকে পুনঃনির্বাচিত করা হচ্ছে। আমি কোন টিউন নির্বাচিত হবার শর্তগুলো পরেছি। সেখানে এমন কোন আইন দেখিনি যেটা আমার টিউনটি লঙ্ঘন করেছে। তবে কেন আমার টিউনটিকে নির্বাচিত না করে অন্য টিউনগুলোকে নির্বাচিত করা হচ্ছে??? যদি কোন বিশেষ কারনে আমার টিউন টিকে নির্বাচিত করা না হয় তবে সেই কারন টা কি সেটা আমাকে সরাসরি জানানোর অনুরোধ যানাচ্ছি। আর যদি আমার টিউনটিকে নির্বাচিত করার কোন পরিকল্পনা থাকে তবে সেটাও আমাকে জানানোর অনুরোধ যানাচ্ছি।    ধন্যবাদ।।।

ধন্যবাদ আমাদের জানানোর জন্য। টিউনটি এমনিতেই নির্বাচনের জন্য যথেষ্ঠ মনোনয়ন ভোট পেয়েছে তাই স্বাভাবিক ভাবেই টিউনটি টেকটিউনেস নির্বাচন Queue তে রয়েছে এবং অবশ্যই নির্বাচিত হবে।

একটি টিউন নির্বাচনের জন্য সর্বাধিক বা যথেষ্ট ভোট পেলে তা সংক্রিয় ভাবে টেকটিউনস নির্বাচিন সারিতে অন্তভুর্ক্ত হয়। তা আর পুনরায় আবেদনের প্রয়োজন হয় না। তবে টিউনার চাইলে অব্যশ্যই আবেদন করতে পারে। তবে টিউন নির্বাচন একটি র‌্যান্ডম ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া যেখানে অনেক অনেক পুরোন টিউনও নতুন ভাবে নির্বাচিত করা হয় আবার সাম্প্রতিক টিউনও নির্বাচিত হয়।  টিউনটি মান সম্মত টিউন হলে আর যথেষ্ঠ মনোনয়ন ভোট পেলে তা অব্যশই নির্বাচিত হবে। তবে যেহেতু টেকটিউনস নির্বাচন সারিতে প্রচুর টিউন থাকে এবং নতুন নতুন যুক্ত হয় তাই তা পর্যায়ক্রমিক ভাবে নির্বাচিত হয় যা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।

এটি সম্পূর্ণ একটি র‌্যান্ডম প্রক্রিয়া তাই কোন টিউনারের টিউন কখন নির্বাচিত হবে তা যেমন নির্দির্ষ্ট নয় ঠিক তেমনি নতুন টিউন আগে আর পুরোন টিউন পরে অথবা কোন নির্দিষ্ট টিউনারের টিউন আগে অথবা পরে এমন কোন মানদন্ডের ভিত্তিতে টিউন নির্বাচিত হয় না। মান সম্মত টিউন হলে তা অবশ্যই নির্বাচিত হবে কিছু সময় অথবা বেশ কিছু সময় পরে হলেও।

একজন মানসম্মত আর প্রকৃত টিউনার হিসেবে টিউন প্রকাশ করার বেশ কিছু পরে টিউনটি কেন নির্বাচিত হলো না বা হয়নি এমন সংশয় আর দ্বিধা তৈরি করা সম্পূর্ণ অযৌক্তিক হবে। যেহেতু মানস্মত টিউন হলে তা ধীরে ধীরে অবশ্যই নির্বাচিত হবে। তবে টিউনার যদি মনে করে টিউনটি উপযোগিতা সময় অতিক্রমের সাথে কমে যেতে পারে তবে অবশ্যই টেকটিউনস ডেস্কে তাঁর টিউনের উপযোগিতার বিষয়টি বিশ্লেষন করে আবেদন করতে পারে।

তাই একজন প্রকৃত টিউনার হিসেবে টিউনারের উচিত হবে নিজের মেধা, জ্ঞান আর অনন্য চিন্তার সুষ্ঠু প্রয়োগ ঘটিয়ে আরও অধিক পরিমাণে টিউন করা। নিজের জনপ্রিয়তা ধরে রাখা। অন্যের দ্বারা প্রভাবিত না হওয়া। নিজের নিজেস্বতা বজায় রেখে সর্বদা টেকটিউনস কমিউনিটির সাথে সংযুক্ত থাকা। সেটাই হবে একজন প্রকৃত টিউনারের পরিচয়। 


টিউন নির্বাচনের বিষয় গুলো জানতে “টেকটিউনস সজিপ্র” http://www.techtunes.com.bd/faq/ দেখুন। ভাল টিউন গুলো পর্যায়ক্রমে অবশ্যই নির্বাচিত হয় কিন্তু যেহেতু এটি একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া তাই তা পর্যায়ক্রমিক ভাবে করা হয়।

টেকটিউনস আপনারমত মৌলিক, মানসম্মত আর মেধাবি টিউনাদের সবসময়ই অগ্রাধিকার, অনুপ্ররণা আর প্রণোদনা দিয়ে থাকে। আশা করি আপনি আপনার টিউনের মৌলিকত্ব সর্বদা বজায় রাখবেন এবং আরও বেশি টেকটিউনস কমিউনিটিকে নিজেস্বতায় প্রকাশ করবেন।

ধন্যবাদ আপনাকে।