0
Completed

বার বার লগীন করলেও টিউনের ভেতর সেটা কার্যকর হয়না।

Mohaimenul Haque 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 1
আমার একটি টিউনে মন্তব্য করার চেষ্টা করছি। একবার কমেন্ট সাবমিট করার পর আমাকে লগডইন অবস্থায় দেখায় না। মানে Login To Reply আসে। কয়েকবার এই লিঙ্কে ক্লিক করে লগীন করেছি। কিন্তু কোন পরিবর্তন হয়না।

পরে wp-admin এ লগিন করার চেষ্টা করলাম সেখানে ঠিকই কাজ হয়।

আবার আমার মন্তব্যটা টিউনে দেখা না গেলেও হোম পেজে কাউন্ট বেড়েছে।

আমি ক্যাশ ক্লিয়ার করেও চেষ্টা করেছি। এরকম প্রায়ই

একই ধরনের সমস্যা সম্বন্ধে আরও একজন টিউজার আমাদের জানিয়েছেন http://techtunes.userecho.com/topic/123830-/ আমাদের বেশ কিছু ইউজার টেস্টিং এ বিষয়টি এখনও আমাদের কাছে ধরা পড়ে নি। খুব সম্ভব এটি কুকি কনফ্লিক্ট এর জন্য হতে পারে। আপনি আপনার ব্রাউজারের কুকি (ক্যাশ নয়) পরিষ্কার করে লগইন করার চেষ্টা করুন। এতেও যদি সমাধান না হয় এবং বিষয়টি বারংবার হয় তবে আবার আমাদের জানান। ধন্যবাদ আপনাকে।