0
Completed

টেকটিউন্স Blogging Platform

Shakil Mahmood (102014016) 11 years ago updated by Techtunes (Techtunes) 11 years ago 0

টেকটিউন্স নাকি Blogging Platform ? এডমিন ব্লগিং এর মানে বুঝলে এমনটা হতনা। আর একটা কথাঃ বাংলাদেশ এর মানুষ এসব দিকে ছাড় দেয় বলে টেকটিউন্সের এসব ফাউল - ইচ্ছামতো কোনো যৌক্তিক কারন ছাড়াই ভালো ভালো ও দরকারি পোস্ট ডিলিট/পেন্ডিং/ড্রাফট - এগুলো সহ্য করে। অন্য দেশ হলে মামলা করে বন্ধ করত। ব্লগিং এর নামে যতসব ভন্ডামি আর নিজেদের মনগড়া ভংগিতে এডমিন। এডমিন কে অনুরোধ আগে ব্লগিং প্লাটফরম বুঝতে। এভাবে শুধু শুধু নিজেদের পোস্টগুলো বড় করে প্রকাশ করে আর বড় বড় কোম্পানীদের পোস্ট গুলো বড় করে প্রকাশ না করে অন্যদের দরকারী পোস্ট গুলো ও প্রকাশ এ নজর দিতে। আর খালিএ ওয়ার্ডপ্রেস সি-এম-এস নিয়ে বসে না থেকে ক্রিয়েটিভ কিছু করতে। কোনো পোস্ট বাচ্চাদের মত হুট করে ডিলিট না করে কেন করা হলো সে বেপারে মেইল করে যথার্থভাবে পরিচালনা করুন। আর এডমিনদের ব্লগ বিষয়ে জ্ঞানের স্বল্পতা থাকলে আগে জ্ঞান বাড়ান তারপর কাজে নামুন। আল্লাহ এর রহমতে আমেরিকা এর ২ টি বড় ব্লগের খুব কাজ থেকে কাজ করার সৌভাগ্য আছে আমার তাই কথাগুলো বলতে দ্বিধাবোধ হলোনা। টেকটিউন্স যা ভাবছিলাম তার কিছুইনা। ব্লগ নামের এডমিনের মনগড়া একটা ওয়েবসাইট মাত্র।

Answer

Answer
Completed

আপনি কপি পেস্ট করে অন্যের টিউন নিজের নামে প্রকাশ করছেন বারবার তাই আপনার টিউনার একাউন্ট ব্লক করা হয়েছে। তাছাড়া আপনি টিউমেন্টের মাধ্যমে অযাচিত স্প্যাম করেছেন। কারণ ব্যতিরেকে টেকটিউনস থেকে কোন টিউনারের একাইন্ট ব্লক করা হয় না। নিজ থেকে মৌলিক টিউন করুন আপনার টিউন ও একাউন্ট কোনটাই ব্লক হবে না। ধন্যবাদ আপনাকে।

Answer
Completed

আপনি কপি পেস্ট করে অন্যের টিউন নিজের নামে প্রকাশ করছেন বারবার তাই আপনার টিউনার একাউন্ট ব্লক করা হয়েছে। তাছাড়া আপনি টিউমেন্টের মাধ্যমে অযাচিত স্প্যাম করেছেন। কারণ ব্যতিরেকে টেকটিউনস থেকে কোন টিউনারের একাইন্ট ব্লক করা হয় না। নিজ থেকে মৌলিক টিউন করুন আপনার টিউন ও একাউন্ট কোনটাই ব্লক হবে না। ধন্যবাদ আপনাকে।