Your comments

প্রিয় সবুজ কুন্ড অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। তবে টেকটিউনস কমেন্টে একজন টিউমেন্টার যেন সরাসরি টেকটিউনসের প্ল্যাটফরমের সাথে যুক্ত থাকে যেন তার টিউমেন্ট সংখ্যা, তার টিউমেন্টর অন্যান্য মেটা ডেটা টেকটিউনসেই অবস্থান করে যেন এই সমস্ত ডেটা পরবর্তিতে টিউনারের নিজেস্ব টিউনার পেইজে প্রদর্শন করা যায়। তবে টিউমেন্ট প্রক্রিয়াটি আর সহজতর করতে বিভিন্ন সোসিয়াল আইডি দিয়ে সরাসরি রেজিস্টার করে করার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে তবে সে ক্ষেত্রে স্প্যামিং এর ব্যাপারটিও আমরা বিবেচনা করছি। আপনাকে আবারও ধন্যবাদ।
টেকটিউনস নীতিমালা - ১.২৩ প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন।

এবং টেকটিউনস নীতিমালা - ১.১৩ টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে "আমার ব্লগ" উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।

দয়া করে টেকটিউনস নীতিমালা মেনে চলুন।
অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আর বিচক্ষণ মতামতের জন্য। টিউন, টিউনার ও কমিউনিটির বিশালতার জন্য টেকটিউনসে প্রায়শই একাধিক টিউন স্টিকি করার প্রয়োজন পরে। তবে প্রথম পাতায় যেন একাধিক টিউন স্টিকি হলে মূল ধারার টিউন গুলো ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয় নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। ইউজার ইন্টারেকশন ঠিক রেখে এর সমাধান করা হবে আশা করি। ধন্যবাদ আপনাকে।
টেকটিউনসের মোবাইল ভার্সনটি এখনও প্রক্রিয়াধীন। এটি সম্পূর্ণরূপে টেকটিউনসে ব্যবহার করা শুরু হলে এতে ধীরে ধীরে আরও ফিচার যুক্ত করা হবে। ধন্যবাদ।
প্রিয় টিউনার কোয়ান্টাম মেথড নিয়ে টেকটিউনসে একই ধরনের টিউন অনেক আছে এবং আপনার টিউনের বিষয় বস্তু ৯০% ই কোয়ান্টাম মেথডের বিভিন্ন ওয়েব সাইটে আছে। তাই নিজে থেকে মৌলিক টিউন করার চেষ্টা করুন টেকটিউনসের মান ও ধারা বজায় রাখুন।