Your comments

টেকটিউনস বিশ্বের প্রথম সারির একটি সাইট হওয়ায় এর স্প্যাম প্রোটেক্টশন খুবই জরুরি। টেকটিউনসে নিবন্ধন করার প্রতিটি প্রশ্নের সাথে [সাহায্য] হিসেবে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করুন। প্রশ্ন গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেন কোন Bot নয় বরং একজন Human ইন্টারেকশন হচ্ছে এমন। http://search.google.com হলে http:// ছাড়া অংশ মানে শুধু search.google.com হবে উত্তর। ধন্যবাদ আপনাকে।

টেকটিউনস নীতিমালা http://www.techtunes.com.bd/terms ভঙ্গের জন্য আপনার টিউনার আইডি ব্লক করা হলে এমন হতে পারে। আপনি নতুন আইড খুলে আবার টিউন করুন । টিউন করার সময় সবর্দা টেকিটউনস নীতিমালা http://www.techtunes.com.bd/terms মেনে চলুন। ধন্যবাদ আপনাকে।

টেকটিউনসের মান, ধারা ও সুষ্ঠুতা বজায় রাখার জন্য টেকটিউনসে টিউনার ও টিউমেন্টfর দের টিউন ও টিউমেন্ট করার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট, সচ্ছ ও সুশৃঙ্খল নীতিমালা- টেকটিউনস নীতিমালা। টেকটিউনসে টিউন করার প্রথম শর্ত হচ্ছে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি স্পষ্ট ভাবে বোঝা ও বোধগম্য হওয়া, নীতিমালার প্রতিটি নীতি অনুধাবন করা ও অনুসরণ করা এবং টিউনে তা বজায় রাখা। 

কপিপেস্ট টিউন, পত্রপত্রিকা বা অন্যের ব্লগ বা অনলাইন কোন মাধ্যমে থেকে প্লেইজারিজম (অন্যের লেখা নিজের নামে) টিউন, অ্যাফিলিয়েট ফাইল হোস্ট, অ্যাফিলিয়েট সর্ট লিংক, এমন সাইটের ঠিকানা সম্বলিত টিউন যেখানে অ্যাফিলিয়েট ফাইল হোস্ট বা অ্যাফিলিয়েট সর্ট লিংক অবস্থান করে, এড রেভিনিউ থেকে আয়ের উদ্দেশ্যে ব্লগ বা সাইটের ঠিকানা সম্বলিত টিউন, নান কৌশলে নিজের সাইটের বা পণ্যের প্রচারণার উদ্দেশ্যমূলক টিউন, সরাসরি পণ্য বা সেবা ক্রয়ের জন্য উদ্দেশ্যমূলক টিউন, কোন প্রকার অর্থ/ডলার/ টাকা লেনদেন করার জন্য টিউন ইত্যাদি টিউন গুলো সহ টেকটিউনস নীতিমালায় উল্লেখিত বিষয় গুলো ভঙ্গ করে টিউন প্রকাশ করলে তা স্থিগিত করা হয়। 

তাই টিউন করার পূর্বে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি এক এক করে খুবই মনোযোগ দিয়ে ভালভাবে পড়ুন, নীতিমালার প্রতিটি নীতি মেনে টিউন করুন। 

টেকটিউনস নীতিমালার এক বা একাধিক শর্ত ভঙ্গ করা হলে প্রথমত Soft Reject এবং এরপর Hard Reject নীতি অনুসরণ করা হয়। টেকটিউনস নীতিমালা সম্পর্কে আরও জানতে, কেন এবং কী প্রক্রিয়ায় একটি টিউন স্থগিত হয় এবং কী কী বিষয় গুলো অনুসরণ করলে টিউন স্থগিত হবে না তা জানতে 'টেকটিউনস সজিপ্র' এর "টেকটিউনস নীতিমালা অংশটি" মনোযোগ সহকারে পড়ুন।

টেকটিউনসে সকল নবীণ ও প্রবীণ টিউনারকে মৌলিক, মানসম্মত টিউন করতে উৎসাহি করা হয়। তাই টেকটিউনস নীতিমালা লংঘন ছাড়া অন্য কোন কারণে টিউন স্থগিত করা হয় না। 

তাই আপনার টিউনটি স্থগিত হলে প্রথমেই টেকটিউনস নীতিমালা দেখুন কোন নীতিমালার ভঙ্গের জন্য আপনার টিউনটি স্থগিত করা হয়েছে। 

আপনি যদি মনে করেন টেকটিউনস নীতিমালার আলোকে টিউন স্থগিতের সুনির্দিষ্ট কোন কারণ নেই অথবা ভুলবসত আপনার টিউনটি স্থগিত হয়েছে তাহলে আপনি আপনার টিউনের লিংক বা ড্রাফট লিংক সহ টেকটিউনস ডেস্কের এই টপিকটিতে প্রত্তুত্তর দিন।

ধন্যবাদ আপনাকে।

লাইভ টিভি নিয়ে টেকটিউসে প্রচুর টিউন হয় যে গুলো শুধু মাত্র নিজের সাইটে রিডাইরেট করার জন্য হয়ে থাকে এই টিউনটি ও তার ব্যতিক্রম নয়। 


টেকটিউনস একটি উন্মুক্ত কমিউনিটি তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে শুধু নিজের সাইট বা অন্য সাইটে ভিজিটর রিডাইরেক্ট নয় বরং আপনার প্রযুক্তি চিন্তার প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান।টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়। 


আপনি টেকটিউনস নীতিমালা http://desk.techtunes.com.bd/ মেনে মানসম্মত আর মৌলিক টিউন করুন আপনার টিউন স্থগিত হবে না। ধন্যবাদ আপনাকে।



টেকটিউনস থেকে আপনার টিউনের সমস্যাটি ঠিক করা হয়েছে। আপনি আপনার টিউনের টিউমেন্ট অফ করে রেখেছিলেন। টিউন করার সময় খেয়াল রাখুন যেন "Allow Comment" সবসময় চেক করা থাকে। ধন্যবাদ।