0
Completed

প্রিয় টেকটিউনস এর কাছে জানতে চাই

Mohammed Zahidul Islam 10 years ago updated by Techtunes (Techtunes) 10 years ago 1
আমি যদি কোন ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট থেকে কোন দরকারি অথবা উপকারি কোন পোস্ট কপি পেস্ট করে টেকটিউনে পোস্ট করতে চাই তাহলে তা করতে পারব কিনা ।যদি পোস্ট করতে পারি তাহলে কিভাবে করব তার নিয়মটা একটু বলে দিলে উপকৃত হতাম ।টেকটিউনস টিউন নীতিমালার কপি পেস্ট নিয়ম সম্পর্কে আমি পুরাপুরি ক্লিয়ার না । আর আমার এই টিউনটিঃhttp://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/289842 কপি পেস্ট নিয়ম বঙ্গ করার কারনে পেন্ডিং করা হয়েছে। এই টিউনটি তে আমি উক্ত টিউনটি কোথায় প্রকাশিত হয়েছে সেই লিঙ্কও উল্লেখ করেছিলাম ।এখন মূল কথা হল এই টিউনটিঃhttp://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/289842 অথবা অন্য কোন টিউন যদি আমি পোস্ট করতে চাই তাহলে তার সোর্স বা উৎস কিভাবে দিলে প্রকাশ করা যাবে তার নিয়মটা বলে দিলে উপকৃত হতাম । ধন্যবাদ

Answer

Answer
Completed
প্রিয় টিউনার,

নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।

বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকি থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা প্রকাশ করা হলে টিউন স্থায়িত্ব বা স্থগিতের বিবেচনা টেকটিউনস বহন করবে। টেকটিউনসে বিবেচনায় টিউন স্থায়ি যোগ্য হলে তা স্থায়ি হবে অন্যথায় স্থগিত করা হবে।

টেকটিউনস প্রযুক্তির একটি উন্মুক্ত সোসিয়াল নেটওয়ার্ক যেখানে মৈলিক, নিজেস্ব আর অভিনব টিউন করার প্রতি সবসময় উৎসাহ দেয়। প্রয়োজনে আপনি বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করে নিজের ভাষায় টিউন করার চেষ্টা করুন।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

ধন্যবাদ।
 
Answer
Completed
প্রিয় টিউনার,

নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।

বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকি থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা প্রকাশ করা হলে টিউন স্থায়িত্ব বা স্থগিতের বিবেচনা টেকটিউনস বহন করবে। টেকটিউনসে বিবেচনায় টিউন স্থায়ি যোগ্য হলে তা স্থায়ি হবে অন্যথায় স্থগিত করা হবে।

টেকটিউনস প্রযুক্তির একটি উন্মুক্ত সোসিয়াল নেটওয়ার্ক যেখানে মৈলিক, নিজেস্ব আর অভিনব টিউন করার প্রতি সবসময় উৎসাহ দেয়। প্রয়োজনে আপনি বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করে নিজের ভাষায় টিউন করার চেষ্টা করুন।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

ধন্যবাদ।