0

আমি সদস্য হতে চাই

jobayar hossain 9 years ago 0

আইসিটি শিক্ষার প্রসারে ড্যাফোডিল ফাউন্ডেশন ও জবসবিডি’র মধ্যে সমঝোতা



ড্যাফোডিল গ্রুপের সম্মেলন কক্ষে ড্যাফোডিল ফাউন্ডেশন এবং জবসবিডি ডটকম এর মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বল্প মেয়াদী কর্মমুখী আইসিটি শিক্ষা একজন মানুষকে গড়ে তুলতে পারে অত্ননির্ভশীল। এই লক্ষকে সামনে রেখে দেশের বৃহৎ চাকুরিদাতা প্রতিষ্ঠান জবসবিডি ডট কম এবং ড্যাফোডিল ফাউন্ডেশন আইসিটি র্শিক্ষা প্রসারে i ICT Scholarship for Generation বিশেষ বৃত্তি একটি প্রকল্প ঘোষনা করেছে। যা আইসিটি শিক্ষায় আগ্রহী যে কোন বয়সী প্রত্যেকে অংশগ্রহন করতে পরবে। এই প্রাথমিক পর্যায়ে বৃত্তি প্রকল্পের আওতায় মোট ৩০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেকে শিক্ষার্থী জবসবিডি ডট কম ক্যারিয়ার এবং চাকরি প্রাপ্তিতে সহায়তা করবে। প্রশিক্ষণের মোট খরচের সার্বোচ্চ ৭০% পর্যন্ত বহন করবে ড্যাফোডিল ফাউন্ডেশন। কোর্স সমূহ হচ্ছে: সিসিএনএ, থ্রিডি অ্যানিমেশন টেকনোলজি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আউটসোর্সিং, এসইও , জুমলা এন্ড ওয়ার্ডপ্রেস, মোবাইল অ্যাপ্লিকেশন, লিনাক্স, জাভা অ্যাপ্লিকেশন, ওরাকল, সোস্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভান্স কম্পিউটার অ্যাপ্লিকেশন। ড্যাফোডিল ফাউন্ডেশন জেনারেল সেক্রেটারী জনাব ইমরান হোসাইন এবং জবসবিডি ডটকমের চিফ অপারেটিং অফিসার কেএম হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ড্যাফেডিল ফাউন্ডেশন এর ট্রেজারার জনাব মমিনুল হক মজুমদার জবসবিডি ডটকমের অপারেশন ম্যানেজার মোঃ আলাউদ্দিন, সিনিয়র কর্পোরেট কেয়ার এক্সিকিউটিভ জিহাদ ও সি.ও.ও এর স্পেশাল রিপ্রেজেন্টেটিভ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। আগামী ১৭ই ডিসেম্বর ২০১৪ ইং তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে। অনলাইনে আবেদেন করতে হবে বিস্তারিত: http://scholarship.jobsbd.com/