+1
Completed

টেকটিউনসের ক্রাপ লুক সংশোধন প্রসঙ্গে

নেট মাস্টার 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 1
টেকটিউনসের ১ম পাতায় নির্বাচিত টিউন সহ মোট ২২ টি টিউনের জায়গা হয়। কিন্তু বহুদিন থেকে ৩-৪ টি করে স্টিকি পোষ্ট ঝুলে আছে, নির্বাচিতসহ যা ৪-৫টির স্থান ধরে রেখেছে। আমি মনে করি স্টিকি পোষ্ট 1টির বেশী থাকা যৌক্তিক নয়। কারণ এত ১ম পাতায় লেখা কম সময় ধরে থাকে আর ১ম পাতায় লেখা না থাকলে তা অনেকের নজরে আসেনা।

অন্যদিকে ফেসবুক শেয়ারে তথ্যসহ অন্যন্য অপ্রাসাঙ্গিক ফিচার টিউনগুলোর মাঝে স্থান পেয়েছে, যা যেমন দৃষ্টিকটু তেমনি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। অ্যাড, ফেসবুক শেয়ার সব মিলিয়ে হযবরল একটা ক্রাপ লুক চলে এসেছে টেকটিউনসে। অ্যাড কে রেখে দিয়ে বাকীগুলো সরিয়ে ফ্রেস একটা লুক ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানাই।
আর স্টিকি পোষ্টগুলো যেন 1টির বেশী না হয় সেদিকে অবশ্যই দৃষ্টি রাখা প্রয়োজন।
ধন্যবাদ

Answer

অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আর বিচক্ষণ মতামতের জন্য। টিউন, টিউনার ও কমিউনিটির বিশালতার জন্য টেকটিউনসে প্রায়শই একাধিক টিউন স্টিকি করার প্রয়োজন পরে। তবে প্রথম পাতায় যেন একাধিক টিউন স্টিকি হলে মূল ধারার টিউন গুলো ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয় নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। ইউজার ইন্টারেকশন ঠিক রেখে এর সমাধান করা হবে আশা করি। ধন্যবাদ আপনাকে।