+17
Completed

প্রোফাইল ছবি এড করা আরও সহজ করা হোক!

Hasan Jubair 13 years ago updated by Hidoy Hossain 7 years ago 11
প্রোফাইল ছবি একটা গুরুত্বপুর্ন অংশ। একজন টিউনার কে সহজে চিনতে প্রোফাইল ছবির বিকল্প নেই। টিটিতে এখন প্রোফাইল ছবি যুক্ত করা অনেক ঝামেলার। গ্রাভাটার থেকে রেজিঃ করে পিক দিতে হয়। তাই নতুন কেউ আসলে বিষয়টা জানে না। এই নিয়ে কিছুদিন পর পরই টিউন হয়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ আগের মতো টিটি প্যানেল থেকেই প্রোফাইল ছবি এড করার অপশন দেয়া হোক!
আসলে গ্রভাটার রিইউজেবল বলে টেকটিউনস সিসটেমের নিজেস্ব টিউনার পিকচার বাদ দিয়ে গ্রাভাটার চালু করা হয়েছে। তবে এটা আর সহজ করলে মনে হয় আরও ভাল হবে। ধন্যবাদ আপনাকে।
আমি এখন পর্যন্ত জানিনা কিভাবে ছবি যোগ করা হয় । একাউন্টের সাথে ছবি এড করার অপশন থাকলে সহজ হতো।
এখন আমার নামের সাথে কিভাবে ছবি যোগ করবো।
ভাই আমরো ছবি এড করতে অনেক কষ্ট হইসিল।তাই আমি অন্যান্য টিউনারদের সমস্যা বুঝতে পারি। তাই আমিও হাসান জোবায়ের ভাইয়ের সাথে এক মত।

 Amio Hasan Jubair vi er shate 1 mot.

 টেকটিউনসে যখনই কোন নতুন টিউন প্রকাশিত হবে যেন সেটা আমার ব্রাউজারের স্ক্রল বার হিসাবে তা শো হয় এটা কিভাবে আমি সেট করতে পারি। আর আমি কোন টিউনারের পোষ্টে যদি কমেন্ট করি এবং আমার কমেন্টের রিপ্লাই দেয়া হলে কিভাবে আমি তা জানতে পারি।

আমি এখনো ছবি দিতে পারি নাই :'( গ্রাভাটারের কারনে