0
Completed

আমাকে ব্যান করার যুক্তি সংগত কারণ কি?

Habib2013 11 years ago updated by Techtunes (Techtunes) 11 years ago 0
কোরআনের পোষ্ট দেবার পরে আমাকে ব্যান করা হয়েছে।
তাই আমি জানতে চাচ্ছি ঠিক কোন কারণে ব্যান করা হয়েছে?
যদি কুরআনের কারণে হয়ে থাকে তাহলে আমার কিছু বলার আছে।
অনেকে তো মুভি ডাউনলোডের পোষ্ট দেন তখন তো কোনো সমস্যা হয় না অথচ কোরআনের পোস্ট দিলে সমস্যা কোথায়?
আপনারা বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে টিউন করতে বলেন।
কোরআন নিয়ে আমার করা টিউনে বিজ্ঞান ও প্রযুক্তি ছিলো।
কোরআনের মাঝে বিজ্ঞান আছে এটা সর্বজন বিদীত। আর এটা পিডিএফ ফরম্যাটে হওয়াতে প্রযুক্তিও এর মাঝে এসেছে। তাহলে সমস্যা কোথায়?
অনেকে তো বিজ্ঞানের ইংরেজি বই শেয়ার করে আমি যদি সে ক্ষেত্রে আরবী বই শেয়ার করি যেটাতে বিজ্ঞান ও প্রযুক্তিরও আলোচনা রয়েছে তাহলে কেন আপনারা আমার টিউনটি মুছে দিয়ে আমাকে ব্যান করলেন?
আর আমি তো নন এফিলিয়েট লিঙ্ক শেয়ার করে ছিলাম। তাহলে আমার দোষটা কোথায়?
আর রোযার বিষয়টা না হয় টিটির আদর্শের সাথে সাঙ্ঘর্ষিক আমাকে জানালে তো হতো আমি সেই অংশ কেটে ফেলতাম।
পেইড এপ্স তো অনেকে শেয়ার করে এক্ষেত্রে কি আমি কোনো অন্যায় করে ফেলেছি?
আবার উপলক্ষ্য হিসাবে শ্রোতাকে আকৃষ্ট করা এটা আদিম প্রাচীন রীতি। যেমন, রামাযান, ঈদ, কুরবানীর ঈদ, পূজা ও বড়দিন, মাতৃভাষা দিবস, বিজয় দিবস ইত্যাদি অনেক দিবসকে কেন্দ্র করে অনেকেই তো অফার দেয় সেক্ষেত্রে আমি যদি আশুরা দিবসকে কেন্দ্র করে পাঠককে আকৃষ্ট করি তাহলে সমস্যাটা কোথায়?
আর যদি ডাউনলোড লিংক 2টা বার কারণে সমস্যা হয় তাহলে আমি 1টা মুছে ফেলবো।
প্লিজ আমার প্রশ্নের জবাব দিন, এড়িয়ে যাবেন না, একেকটি টিউন অনেক কষ্ট, যত্ন ও মমতার আঁচল দিয়ে প্রকাশ করতে হয়। টিউনারের টিউন মুছে ফেললে অনেক কষ্ট আর যদি সেটা হয় যুক্তি সংগত টিউন তাহলে কষ্টের মাত্রা আরো বেড়ে যায়।
আশা করি টেকটিউনস কর্তৃপক্ষ আমার বিষয়টি আবার বিবেচনা করবেন।
ধন্যবাদ।

Answer

Answer
Completed

আপনি বারবার নিজের টিম গঠনের জন্য একই ওয়েব থেকে কিছু টিউন কপিপেস্ট করে টিউন নিচে আপনার দল গঠনের জন্য বারবার টিউন করছেন। আপনার প্রায় ৬০% টিউন এরকম। এমন কী আপনি টেকটিউনস কমিউনিটির মাধ্যমে হাদিস তৈরি করলেও "টেকটিউনস" নাম বা কৃতঙ্গতা প্রকাশ করেননি এবং শুধু মাত্র দল গঠনের উদ্দেশেই টিউন করছেন।


টেকটিউ্নস নীতিশালা অনুযায়ী এ ধরনের দল গঠনের জন্য বারংবার টিউন করা নিষেধ। আপনার টিউনারশীপ স্থায়ি ভাবে স্থগিত করা হয়েছে।

Answer
Completed

আপনি বারবার নিজের টিম গঠনের জন্য একই ওয়েব থেকে কিছু টিউন কপিপেস্ট করে টিউন নিচে আপনার দল গঠনের জন্য বারবার টিউন করছেন। আপনার প্রায় ৬০% টিউন এরকম। এমন কী আপনি টেকটিউনস কমিউনিটির মাধ্যমে হাদিস তৈরি করলেও "টেকটিউনস" নাম বা কৃতঙ্গতা প্রকাশ করেননি এবং শুধু মাত্র দল গঠনের উদ্দেশেই টিউন করছেন।


টেকটিউ্নস নীতিশালা অনুযায়ী এ ধরনের দল গঠনের জন্য বারংবার টিউন করা নিষেধ। আপনার টিউনারশীপ স্থায়ি ভাবে স্থগিত করা হয়েছে।