0
Completed

কোন নির্দিষ্ট কারন ছাড়াই টিউন পেন্ডিং করা হচ্ছে এবং কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই।

দূরের ধ্রবতারা 10 years ago updated by Techtunes (Techtunes) 10 years ago 1
আচ্ছালামুলাইকুম
ভাইজান,
কোন নির্দিষ্ট কারন ছাড়াই আমার টিউন গুলো পেন্ডিং করে রাখা হচ্ছে গত ২ মাস ধরে.
এর পর টিটিতে আর টিউন করবোনা বলে ঠিক করেছিলাম।
কিন্তু কয়েক সপ্তাহ  পরে আমার আইডি দিয়ে টিউন করে দেওয়া হইছে আমার অজান্তে।
টিউন এর লিঙ্ক  http://www.techtunes.com.bd/facebook/tune-id/296090
এইটা কোন ধরনের কাজ, এইটা কি আপনাদের নীতিমালায় আছে?
টিউনার এর আইডি তে লইগইন করে তার নামে পোস্ট করার? 
আর আজকে( ৫ সেপ্টেম্বর ২০২৪)
http://www.techtunes.com.bd/?p=305819&preview=true
আমার এই টিউনটি ঠিক কি কারনে
পেন্ডিং এ রাখা হল জানতে চাই।
আমার টিউনার আইডি - http://www.techtunes.com.bd/tuner/ai.munna
আমি আশা করছি আমাকে উপরোক্ত বিষয়ে ন্যায় সঙ্গত সমাধান দিবেন।
ধন্যবাদ



Answer

Answer
Completed
টেকটিউনস থেকে কোন টিউনার এর একাউন্টে লগইন করে টিউন করা হয় না বা টিউন করার পারমিশন নেই। শুধুমাত্র টিউনার নিজে সে একাউন্টে লগউন করে টিউন করতে পারে। আপনার উল্লেখিত টিউনটিতে আপনার নিজের টিউমেন্ট ও আছে তাাহলে এটা টেকটিউনস থেকে প্রকাশিত হলো?

টেকটিউনস নীতিমালা অনুযায়ী টিউনে এমন কোন লিংক স্থাপন করা যায় না যেখানে রেফারাল লিংক বা অ্যাফিলিয়েট লিংক অবস্থা করে।
টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন। টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।
Answer
Completed
টেকটিউনস থেকে কোন টিউনার এর একাউন্টে লগইন করে টিউন করা হয় না বা টিউন করার পারমিশন নেই। শুধুমাত্র টিউনার নিজে সে একাউন্টে লগউন করে টিউন করতে পারে। আপনার উল্লেখিত টিউনটিতে আপনার নিজের টিউমেন্ট ও আছে তাাহলে এটা টেকটিউনস থেকে প্রকাশিত হলো?

টেকটিউনস নীতিমালা অনুযায়ী টিউনে এমন কোন লিংক স্থাপন করা যায় না যেখানে রেফারাল লিংক বা অ্যাফিলিয়েট লিংক অবস্থা করে।
টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন। টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।